শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইসির আইন রয়ে-সয়ে করার পক্ষে

নিজস্ব প্রতিবেদক

ইসির আইন রয়ে-সয়ে করার পক্ষে

নির্বাচন কমিশনার নিয়োগে রয়ে-সয়ে আইন করার পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক। তিনি ওই আইন করার ক্ষেত্রে আরও চিন্তাভাবনার পক্ষপাতী। গতকাল আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমার মনে হয় এই আইনটা ঝটপট তৈরি করা যায় না। এটার একটা সুদূরপ্রসারী ইফেক্ট আছে। সে কারণে আইনটা চিন্তাভাবনা করে করা উচিত। সেক্ষেত্রে আমি মহামান্য রাষ্ট্রপতির  নির্দেশনার অপেক্ষা করছি।’ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের ‘ই-প্রকিউরমেন্ট’ বিষয়ক কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকরা এ নিয়ে জানতে চান আইনমন্ত্রীর কাছে। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বিভিন্ন দলের পক্ষ থেকে আইনটি দ্রুত প্রণয়নের তাগিদ দেওয়া হয়। আইনমন্ত্রী এখন রয়ে-সয়ে আইন করার পক্ষপাতী হলেও গত ৪ জানুয়ারি এক অনুষ্ঠানের পর বলেছিলেন, ত্বরিত এই আইন করার সামর্থ?্য তার মন্ত্রণালয়ের রয়েছে।

সর্বশেষ খবর