র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, গত ৪ জুলাই শোলাকিয়ায় জঙ্গি হামলার পর দেশে কোনো জঙ্গি হামলা হয়নি। আর কোনো জঙ্গি হামলা যাতে না হয়—সে ব্যাপারে আমরা সতর্ক আছি। বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের স্থান নেই। তিনি বলেন, শুক্রবার (আজ) থেকে টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে তা শেষ হবে। এরপর চারদিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। এখানে ইজতেমা চলাকালে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ইজতেমা ময়দানকে দুটি সেক্টরে ভাগ করে জল, স্থল ও আকাশ পথে ত্রিমাত্রিক ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বিকালে টঙ্গীর বিশ্ব ইজতেমাস্থলের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, ইজতেমাস্থলের ভিতরে ছদ্মবেশে ও পোশাকে গোয়েন্দা নজরদারি, গাড়ি এবং মোটরসাইকেল দ্বারা ইজতেমা এলাকায় টহলের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। এর আগে তিনি জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালাতে আলী হোসেন মিন্টুর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে বলেন, জঙ্গিদের ক্ষমতা অনেকাংশে কমে গেছে। হলি আর্টিজান ও বিভিন্ন অপারেশনের কারণে জঙ্গিরা এখন বিচ্ছিন্ন অবস্থায় আছে। তবে তারা গোপনে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। টঙ্গীর ইজতেমা ময়দান পরিদর্শনকালে র্যাবের মহাপরিচালকের সঙ্গে আরও ছিলেন অতিরিক্ত মহাপরিচালক মো. আনোয়ার লতিফ খান।