বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র টিপিপি ছাড়ায় বাংলাদেশে স্বস্তি

প্রতিদিন ডেস্ক

প্রেসিডেন্টের নির্বাহী আদেশে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসার পর একে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকেরা। টিপিপি বাস্তবায়িত হলে মার্কিন বাজারে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে পড়বে বলে শঙ্কা তৈরি হয়েছিল। খবর বিবিসি’র। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশের মধ্যে মুক্ত বাণিজ্য স্থাপনের উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল টিপিপি। শুল্কমুক্ত সুবিধার পাশাপাশি এই দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক, এমনকি আইনকানুন তৈরির ক্ষেত্রেও একটি একক নীতি নেওয়ার মত জটিল বিষয় এসেছে এই টিপিপিতে। বাংলাদেশে গার্মেন্ট মালিকদের সংগঠন, বিজিএমইএ-র ভাইস প্রেডেন্ট ফারুক হাসান বলেন, ‘টিপিপি না হওয়ায় বাংলাদেশকে যতটা শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে হয়, ভিয়েতনামকেও তাই দিতে হবে। ফলে আমরা প্রতিযোগিতার দিক দিয়ে একই জায়গায় থাকলাম।’ টিপিপি চুক্তিটি বাস্তবায়ন হলে বিশ্ববাণিজ্যেও ব্যাপক একটি পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছিলো। বিশ্ব বাণিজ্য সংস্থায় দীর্ঘদিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তৌফিক আলী। তিনি বলেন, ‘টিপিপি হলেও কতটা ক্ষতি হতো তা নিয়ে সন্দেহ রয়েছে, কিন্তু এখন অন্তত শঙ্কাটা নেই। বারাক ওবামা কিন্তু খুব চেষ্টা করেছেন আসিয়ান দেশগুলোর সাথে একটি সম্পর্ক স্থাপন করার জন্য। এই দেশগুলোও বিশ্ববাণিজ্যে এখন খুবই গুরুত্বপূর্ণ রূপ ধারণ করছে। আসিয়ান দেশগুলো কী সিদ্ধান্ত নেয় সেটিও আমাদের দেখতে হবে।’

সর্বশেষ খবর