সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সার্চ কমিটির বাটন প্রধানমন্ত্রীর হাতে

নিজস্ব প্রতিবেদক

সার্চ কমিটির বাটন প্রধানমন্ত্রীর হাতে

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সার্চ কমিটির আগের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, নির্বাচন কমিশন গঠনে এক ব্যক্তির ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। কারণ এ কমিটির বাটন ছিল প্রধানমন্ত্রীর হাতে। এবারও এর ব্যতিক্রম হবে না। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।  রিজভী আহমেদ বলেন, অতীতে নির্বাচন কমিশন নিয়ে যে সংলাপ হয়েছে তার ফলাফল ছিল শূন্য। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার সময় সংসদীয় কমিটি বিভিন্ন রাজনৈতিক দল, দেশের বিশিষ্ট নাগরিক, সংবিধান বিশেষজ্ঞসহ খ্যাতিমান আইনজীবীদের মতামত গ্রহণ করা হয়েছিল, সে সময় আওয়ামী লীগের নেতা, সংসদ সদস্যসহ সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিপক্ষে মতামত দিয়েছিলেন। কিন্তু শুধু এক ব্যক্তির ইচ্ছার প্রতিফলন ঘটাতে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। একইভাবে বর্তমান নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রেও এক ব্যক্তির ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। এবারও একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের পরও একতরফাভাবে সার্চ কমিটি গঠন করা হয়েছে। এ সার্চ কমিটি আওয়ামী শাসক গোষ্ঠীর ছায়াসঙ্গী, বর্তমান ভোটারবিহীন সরকারের বর্ধিত প্রকাশ। সংবাদ সম্মেলনে রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বৈরশাসকদের বক্তব্যের প্রতিধ্বনি হিসেবে উল্লেখ করেন রিজভী। তিনি আরও বলেন, আমরা বলতে চাই, শুধু প্রভুদের মন রক্ষায় সুন্দরবন ধবংসকারী এ প্রকল্প সরকার গায়ের জোরে এবং বিশ্ব জনমতকে উপেক্ষা করে স্থাপন করতে যাচ্ছে। রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সরকারের ব্যাখ্যার সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, দেশের ৯৯ ভাগ মানুষ রামপালে বিদ্যুৎ প্রকল্প স্থাপনের ঘোর বিরোধী। বিশ্বের বিভিন্ন দেশে যারা কয়লা পুড়িয়ে বিদ্যুৎ প্রকল্প স্থাপন করেছিল তারা এখন এ ধরনের পরিবেশ বিধ্বংসী প্রকল্প  থেকে সরে আসতে শুরু করেছে। কেবল তাই নয়, আমাদের প্রতিবেশী দেশও এ ধরনের প্রকল্প স্থাপন করতে দেয়নি। আর সরকার শুধু বিদেশি শক্তি যারা তাদের ক্ষমতায় রেখেছে, তাদেরকেই মান্য করতে গায়ের জোরে এ প্রকল্প স্থাপন করতে চাচ্ছে। প্রসঙ্গত, রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতাকারীদের উদ্দেশে শনিবার চট্টগ্রামের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভালো-মন্দ দেখার দরকার নেই, সেখানে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের জন্য তারা কাঁদছেন। মানুষের জন্য তাদের কোনো দুঃখ নেই। রয়েল বেঙ্গল টাইগারদের সঙ্গে তাদের দেখা করা উচিত। রামপাল গিয়ে দেখে আসুক কতদূর ওখান থেকে সুন্দরবন?

সর্বশেষ খবর