সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

দেশের কোথাও নিরাপত্তা নেই

নিজস্ব প্রতিবেদক

দেশের কোথাও নিরাপত্তা নেই

গণস্বাস্থ্য কেন্দ্রের মহাপরিচালক ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশের কোথাও জনগণের নিরাপত্তা নেই। সীমান্ত, সড়ক, নদী, রাস্তা কোথাও নিরাপত্তা নেই। রাস্তায় শত শত মানুষ মারা যাচ্ছে। রাজনৈতিক কারণেও এত মানুষ মারা যায় না। এসব হত্যাকাণ্ডের বিচার হয় না। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘পানগুছি নদীতে সেতুর দাবিতে মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদ’ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, দেশে জঙ্গি মারা যায়, কিন্তু ধরা পড়ে না। এটা কার ব্যর্থতা? মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক ড. মাহমুদুর রহমান মান্না, মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সমন্বয়কারী ড. কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ। এ সময় অন্যরা বলেন, গত ২৮ মার্চ মোরেলগঞ্জ খেয়াঘাটে ট্রলার ডুবে নির্মমভাবে ১৭ জনের মৃত্যু হয়, নিখোঁজ হয় অনেকে। দীর্ঘদিন ধরে পানগুছি নদীতে ব্রিজ নির্মাণের দাবি করা হচ্ছে। কিন্তু স্থানীয় প্রতিনিধি বারবার প্রতিশ্রুতি দিলেও সেতু করার বিষয়টি উপেক্ষিত থাকছে। বক্তারা ট্রলারডুবিতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর