শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

খালেদার দুর্নীতির দুই মামলার শুনানি ৬ জুলাই

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুই মামলার শুনানির জন্য ৬ জুলাই নতুন তারিখ ধার্য করা হয়েছে। খালেদা জিয়ার উপস্থিতিতে গতকাল ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আকতারুজ্জামান এ দিন ধার্য করেন। পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদফতরের মাঠে বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলছে। সকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি শুরু হয়। এ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর রশীদকে এদিন তিনটি প্রশ্নে জেরা করেন খালেদার আইনজীবী আবদুর রেজাক খান। আদালতের নির্দেশনা অনুযায়ী আসামি পক্ষ আরও তিনটি প্রশ্নে তদন্ত কর্মকর্তাকে জেরার সুযোগ পাবে। সেজন্য ৬ জুলাই দিন ধার্য করেছে আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাও ওই দিন শুনানির জন্য আসবে। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০০৮ ও ২০১০ সালে মামলা দুটি দায়ের করে দুদক। ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তেজগাঁও থানায় অন্য মামলাটি করে দুদক।

সর্বশেষ খবর