শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

লুটপাটের জন্য এ বাজেট পাস করেছে সরকার : বিএনপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের পাসকৃত বাজেটকে লুটপাট ও গরিব মারার বাজেট বলে অভিহিত করে এটি পাসের তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, সরকার লুটপাটের জন্য এ বাজেট পাস করেছে। গতকাল দুপুরে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পাসের পর বিকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষে দেওয়া এক তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, এ বাজেট দরিদ্র জনগোষ্ঠীকে আরও দরিদ্র করবে। সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না। সম্মেলনে সংসদে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবারের বিভিন্ন বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। রিজভী আহমেদ বলেন, ক্ষমতাসীনদের অভিনয় দেখে দেশের মানুষ বিস্মিত, হতবাক। প্রধানমন্ত্রী সংসদে বলেছেন ভিক্ষা, অনুদানের ওপর নির্ভরশীলতা থেকে তারা বেরিয়ে এসেছেন। নিজস্ব আর্থিক ক্ষমতা নির্মাণ করেছেন। রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্য ভাঁওতাবাজি। কারণ এবারের বাজেটেই ঘাটতি মোকাবিলায় বিদেশি ঋণ ৪৫ হাজার ৪২০ কোটি টাকা ধরা হয়েছে। অনুদান হিসেবে ৫ হাজার ৫০৪ কোটি টাকা সংগ্রহের টার্গেট নেওয়া হয়েছে। অন্যদিকে অর্থমন্ত্রী সংসদে বলেছেন, দেশের ব্যাংকিং খাত অত্যন্ত নাজুক অবস্থায় আছে, যা সব অর্থনীতিকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে। তিনি বলেন, ব্যাংক থেকে টাকা নিয়ে বাজেটের ঘাটতি মেটানো বন্যাপ্রবণ নদীর তীরে বালুর বাঁধ নির্মাণের শামিল। রিজভী আহমেদ বলেন, ভয়ঙ্কর আর্থিক নৈরাজ্যের মধ্যে দেশকে ঠেলে দিয়ে যারা পার্শ্ববর্তী দেশের মাটিতে পা রেখে চলেন, তারা নিজের দেশকে কতটুকু নিজের পায়ের ওপর দাঁড়াতে সক্ষম করে তুলেছেন, তা দেশবাসী এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে।

সর্বশেষ খবর