শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

গো-রক্ষায় মানুষ হত্যা মেনে নেওয়া যায় না

কলকাতা প্রতিনিধি

গো-রক্ষায় মানুষ হত্যা মেনে নেওয়া যায় না

ভারতজুড়ে গো-রক্ষার নামে মারধর এবং তার ফলে মানুষের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোরক্ষা কিংবা গোভক্তির নামে মানুষ হত্যা কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট করে বলেছেন মোদি। গতকাল গুজরাটের আহমেদাবাদের সবরমতী আশ্রমে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোদি বলেন, ‘গোভক্তির নামে মানুষ হত্যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কোনো ব্যক্তিই আইন তার নিজের হাতে তুলে নিতে পারেন না।’ গো-হত্যা নিয়ে সাম্প্রতিক কালে একের পর এক ঘটনা ঘটে চলেছে ভারতে। দুই দিন আগেই বল্লভগড় থেকে মথুনা যাওয়ার পথে ট্রেনের মধ্যেই জুনেইদ খান (১৫) নামে এক মুসলিম যুবককে প্রচণ্ড মারধর করার অভিযোগ ওঠে কয়েকজন গোরক্ষকের বিরুদ্ধে, পরে জুনেইদের মৃত্যু হয়। মঙ্গলবার ঝাড়খণ্ডের গিরিডিতে ওসমান গনির (৫৫) বাড়ির বাইরে একটি মৃত গরুকে দেখেই ওসমানের ওপর হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় মারাত্মক আহত হন ওসমান। দুই বছর আগে উত্তরপ্রদেশের দাদরিতে গরু জবাইয়ের গুজব তুলে মোহাম্মদ আখলাক (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। গরু জবাই ঠেকাতে সম্প্রতি কেন্দ্রীয় সরকার নীতিও প্রণয়ন করেছে। পশু বাজারগুলোয় জবাইয়ের জন্য গরু কেনাবেচা করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে কেন্টদ্র। এর পর থেকে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এমন এক পরিস্থিতিতে গো-রক্ষকদের কড়া বার্তা দিলেন মোদি। প্রধানমন্ত্রী এদিন জানান, ‘মহাত্মা গান্ধী ও বিনোদ ভাবে আমাদের দেখিয়েছেন যে, কীভাবে গো-রক্ষা করতে হয়। সমাজে সহিংসতার জায়গা নেই। মানুষ হত্যার মধ্য দিয়ে কোনোভাবেই গো-রক্ষা সম্ভব নয়।’ গুজরাটে মোদির বক্তব্যের পরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও গো-রক্ষার নামে মানুষ হত্যা নিয়ে সরব হন। পাশাপাশি মোদিকেও তোপ দাগেন। টুইট করে তিনি জানান, ‘আমরা গো-রক্ষার নামে মানুষ হত্যার তীব্র নিন্দা জানাই। এটা বন্ধ হওয়া উচিত। শুধু মুখের কথায় কাজ হবে না।’

 

সর্বশেষ খবর