মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

অনেক দেশে ক্ষমতা সংসদের হাতে

নিজস্ব প্রতিবেদক

অনেক দেশে ক্ষমতা সংসদের হাতে

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে সরকার আবেদন করবে বলে জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আবদুল মতিন খসরু। গতকাল তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বিচারপতি-সংক্রান্ত ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় বহাল প্রসঙ্গে তিনি বলেন, সর্বোচ্চ আদালতের রায় সবাইকে মানতে হবে। আদালতের রায় সবার জন্য শিরোধার্য। তবে আপিল বিভাগের এ রায়ের বিরুদ্ধে সরকারপক্ষ রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করবে। পৃথিবীর অনেক দেশে বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর