মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সংশোধনী বাতিল জরুরি ছিল

নিজস্ব প্রতিবেদক

সংশোধনী বাতিল জরুরি ছিল

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের দেওয়া রায় প্রত্যাশিত ছিল বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক। রায়ের পর গতকাল তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘আপিল বিভাগের এ রায় প্রত্যাশিত ছিল। কারণ ১০ জন অ্যামিকাস কিউরি, অর্থাৎ দেশের ১০ জন বরেণ্য আইনজীবীর মধ্যে নয়জনই মতামত দিয়েছিলেন যে হাইকোর্টের রায় সঠিক ছিল। এ কারণে আমার প্রত্যাশা ছিল হাই কোর্টের রায়ই বহাল থাকবে।’ তিনি বলেন, ক্ষমতার পৃথক্করণের যে নীতি সংবিধান ধারণ করে, অর্থাৎ রাষ্ট্রের তিনটি অঙ্গ নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের কেউ কারও ওপর সরাসরি কর্তৃত্ব করবে না। ষোড়শ সংশোধনীর মাধ্যমে সেই নীতি লঙ্ঘিত হচ্ছিল। তাই বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথক্করণের স্বার্থে এ সংশোধনী বাতিল করা জরুরি ছিল।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর