শিরোনাম
বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ভালো আছেন ফরহাদ মজহার, রহস্যের কূলকিনারা হয়নি

নিজস্ব প্রতিবেদক

ভালো আছেন ফরহাদ মজহার, রহস্যের কূলকিনারা হয়নি

কবি, লেখক ও কলামিস্ট ফরহাদ মজহার এখন ভালো আছেন। শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ১১০৬ নং কেবিনে চিকিৎসাধীন ফরহাদ মজহারের শারিরীক অবস্থার অনেক  উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। এদিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে অপহরণের পর যশোর থেকে উদ্ধার কবি, লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারের অপহরণ রহস্যের কূলকিনারা হয়নি। ফরহাদ মজহারকে কারা এবং কেন অপহরণ করেছিল

গতকাল পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তদন্ত সংশ্লিষ্টরা। রাজধানীর আদাবর থানায় দায়েরকৃত মামলাটি বর্তমানে তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মামলার ডকেট (প্রয়োজনীয় কাগজপত্র) ডিবিতে স্থানান্তরিত হয়েছে বলে জানা গেছে। গতকাল বিকালে ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তারের মোবাইল ফোনে কল দেওয়া হলে তা রিসিভ করেন তার সহকর্মী জব্বার হোসেন। তিনি এ প্রতিবেদককে বলেন, ফরহাদ সাহেবকে কারও সঙ্গে কথা বলতে নিষেধ করেছেন চিকিৎসকরা। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানান তিনি। ফরহাদ মজহারকে অক্ষত অবস্থায় উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান বলেছেন, আমাদের পুলিশ বাহিনীকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ তারা কবি ও সাহিত্যিক ফরহাদ মজহারকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশের গোয়েন্দা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান পর্যবেক্ষণ করে উদ্ধার শেষে আদালতের মাধ্যমে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছেন। তা ডিবি তদন্ত করছে। আশা করি অচিরেই এর রহস্য উদঘাটন হবে। গতকাল দুপুরে নবনির্মিত টঙ্গী থানা ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মামলার তদন্ত সম্পর্কে ডিবির অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) গোলাম মোস্তফা রাসেল এ প্রতিবেদককে বলেন, মামলাটির ডকেট আজ (বুধবার) আমরা বুঝে পেয়েছি। তদন্ত চলছে। তবে বলার মতো কোনো অগ্রগতি হয়নি। প্রসঙ্গত, সোমবার ভোর ৫টার পর রাজধানীর শ্যামলীর নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফরহাদ মজহার। এর ১৯ ঘণ্টা পর রাত ১১টার দিকে যশোরের নওয়াপাড়া বেঙ্গল টেক্সটাইল মিলের সামনে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে তাকে উদ্ধার করে র‌্যাব। বাসটি খুলনা থেকে ছেড়ে আসে। পরে তাকে স্থানীয় অভয়নগর থানায় নিয়ে যাওয়া হয়। সেখান  থেকে রাতেই কড়া প্রহরায় তাকে পার্শ্ববর্তী ফুলতলা থানায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকাল ৯টায় যশোর  থেকে ফরহাদ মজহারকে প্রথমে ঢাকার আদাবর থানায় পরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

সর্বশেষ খবর