বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফরহাদ মজহারের বিষয় খতিয়ে দেখছি

টঙ্গী প্রতিনিধি

ফরহাদ মজহারের বিষয় খতিয়ে দেখছি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের পুলিশ বাহিনীকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ তারা কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশের গোয়েন্দা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান পর্যবেক্ষণ করে উদ্ধার শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। যা ডিবি তদন্ত করছে। আশা করি অচিরেই এর রহস্য উদঘাটন হবে। গতকাল দুপুরে নব নির্মিত টঙ্গী থানা ভবন উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের  তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গাজীপুরের কাশিমপুর নয়াপাড়ায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বয়লার স্থাপনের পর সেটির সক্ষমতা রয়েছে কিনা কিছুদিন পরপর তা যাচাই করতে হয়। এ বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদি মালিক পক্ষের কোনো অবহেলা থাকে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল , ঢাকা রেঞ্জের ডিআইজি মো. সফিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,গাজীপুর জেলা পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ, গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, সহকারী পুলিশ সুপার মো. রাসেল শেখ, টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার, জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর