বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফরহাদ মজহার নিয়ে নতুন রহস্য

ভিডিও প্রকাশ, ফোন রেকর্ড গোয়েন্দাদের হাতে

নিজস্ব প্রতিবেদক

ফরহাদ মজহার নিয়ে নতুন রহস্য

৩ জুলাই বিকাল ৪টা ৪১ মিনিটে খুলনা নিউমার্কেটে একাকী ঘুরতে দেখা যায় ফরহাদ মজহারকে —সিসিটিভি ফুটেজের ছবি

কবি ও কলামিস্ট ফরহাদ মজহারের নিখোঁজ রহস্যের বেশ কিছু ভিডিও ফুটেজ এবং কথোপকথনের রেকর্ড এখন গোয়েন্দাদের হাতে। ঢাকায় মোহাম্মদপুরের নিজ বাসা  থেকে ভোর ৫টা ২০ মিনিটে বের হওয়া, খুলনার হোটেলে খাবার খাওয়া, নিউমার্কেটে হাঁটাহাঁটি, টিকিট কাউন্টারে দেওয়া মোবাইল নম্বরে অর্চনা রানী নামের এক নারীর সঙ্গে নিখোঁজের আগে ও পরে কথোপকথনের রেকর্ড নিয়ে রীতিমতো বিশ্লেষণ চলছে। খুব শিগগিরই এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে গতকাল নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। ৩ জুলাই বিকাল ৪টা ৪১ মিনিট। খুলনা নিউমার্কেটের কাঁচাবাজারের গেটের সিসিটিভি ক্যামেরায় হঠাৎ ধরা পড়েন ফরহাদ মজহার। ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, সাদা লুঙ্গি, পাঞ্জাবি, মাথায় পাগড়ি ও কাঁধে ঝুলানো ব্যাগ নিয়ে তিনি কাঁচাবাজার গেট দিয়ে নিউমার্কেটে ঢুকছিলেন। সারা দিন তার কোনো হদিস পাচ্ছিলেন না পরিবারের সদস্য এমনকি গোয়েন্দারা। আদাবর থানায় স্ত্রী ফরিদা আক্তারের সাধারণ ডায়েরির পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হন্যে হয়ে খুঁজছিলেন বিশিষ্ট এই নাগরিককে। বিকাল ৫টা ১৭ মিনিট। নিউমার্কেটের অপর একটি ক্যামেরায় আবারও ফরহাদ মজহারের উপস্থিতি। বেশ কিছুক্ষণ তিনি পায়চারি করছিলেন। তবে ফুটেজে দেখা গেছে কেন জানি নিজেকে আড়াল করার চেষ্টা করছিলেন তিনি। কাঁধে ঝুলানো ছিল সাদা রংয়ের ব্যাগ। সন্ধ্যা ৬-২৩ মিনিটে অন্য আরেকটি ক্যামেরায় ধারণকৃত দৃশ্যে দেখা গেছে তিনি সিঁড়ি দিয়ে স্বাভাবিকভাবে হেঁটে দোতলায় উঠে যাচ্ছেন। সর্বশেষ সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে একটি ক্যামেরার ফুটেজে দেখা গেছে তিনি পায়ে হেঁটে নিউমার্কেট এলাকা ত্যাগ করছেন। জানা গেছে, এর আগে তিনি নিউমার্কেট সংলগ্ন শিববাড়ী মোড়ের হানিফ পরিবহনের কাউন্টার থেকে বিকাল ৩টা ৪১ মিনিটে গফুর পরিচয়ে ঢাকাগামী টিকিট কিনেন। টিকিট কেনার সময় তিনি তার নিজের মোবাইল নম্বরটিও দেন বলে কাউন্টারে কর্মরত ব্যক্তিরা নিশ্চিত করেছেন বাংলাদেশ প্রতিদিনকে। তবে নিউমার্কেট সংলগ্ন গ্রিল হাউস রেস্টুরেন্টে রাতের খাবার খেয়েই ফরহাদ মজহার গাড়িতে উঠেন বলে নিশ্চিত করেন রেস্টুরেন্ট মালিক আবদুল মান্নান। তিনি বলেন, তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। রাতের খাবার খেয়েই তিনি বাসে উঠেন। এর আগে ৩ জুলাই বাসা থেকে বের হওয়ার পরে স্ত্রী ফরিদা আক্তার এবং অর্চনা রানীর আগে ও পরে একাধিকবার কথা বলেন ফরহাদ মজহার।

সর্বশেষ খবর