শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

তিন সিদ্ধান্তেই স্থায়ী সমাধান

জয়শ্রী ভাদুড়ী

তিন সিদ্ধান্তেই স্থায়ী সমাধান

জামিলুর রেজা চৌধুরী

ঢাকা পুরোপুরি বাসের অযোগ্য শহরে পরিণত হওয়ার হাত থেকে বাঁচাতে এর চারপাশের খালগুলোকে উদ্ধার করতে হবে। বিজিএমইএ ভবনসহ যত বড় ভবনই থাক না কেন তা ভেঙে ফেলে খালগুলোকে বাঁচাতে হবে। আর এসব ক্ষেত্রে আদালতে মামলা করতে পারবে না— এমন সিদ্ধান্ত  থাকতে হবে বলে মন্তব্য করেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

গত কয়েকদিনের বৃষ্টিতে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে রাজধানীবাসী। বর্ষার সময় এলেই খোঁড়াখুঁড়ি আর স্থায়ী পরিকল্পনার অভাবে কাদাপানি যানজটে স্থবির হয়ে পড়ে জীবনযাত্রা। এই সমস্যার স্থায়ী সমাধানে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নগরবিদ অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, ঢাকাকে বাঁচাতে খাল উদ্ধারের পর দ্বিতীয় সিদ্ধান্ত নিতে হবে ২০১০ সালের বন্যাপ্রবাহ সংক্রান্ত তথ্য-উপাত্তের বিষয়ে নজর দেওয়া। তখন যে জায়গাগুলোকে বন্যাকবলিত হিসেবে চিহ্নিত করা হয়েছিল তা খুঁজে বের করতে হবে। পানি প্রবাহিত হওয়ার জায়গাগুলো ভরাট হয়ে গেলে পুনরুদ্ধার করতে হবে। আর তৃতীয়ত ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যানের বাস্তবায়ন করতে হবে। সেক্ষেত্রে নদীগুলোকে চিহ্নিত করে দখলমুক্ত করতে হবে। নদীকে ড্রেজিং করে পানি ধারণ ক্ষমতা বাড়াতে হবে। তবে খননের মাত্রা স্বাভাবিক হলেই চলবে না, অবশ্যই বন্যার পানি ধারণ করতে পারে সে অনুযায়ী করতে হবে। এই বিষয়গুলো দ্রুত নজর না দিলে ঢাকা তো দূষিত, নষ্ট শহর হবেই—এর সঙ্গে আস্তে আস্তে দেশের অন্য শহরগুলোও বসবাসের অযোগ্য হয়ে পড়বে।

সর্বশেষ খবর