রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার সামনে নতুন বাংলাদেশ

মেজবাহ্-উল-হক

সাকিব আল হাসান ও তামিম ইকবাল আজ ৫০তম টেস্ট ম্যাচ খেলতে নামছেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ‘প্রথম’। ৫৪ টেস্ট খেলা অধিনায়ক মুশফিকুর রহিমও প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন। বর্তমান বাংলাদেশ দলের কোনো সদস্যই এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনো ম্যাচ খেলেননি। সবার কাছেই টেস্টে অস্ট্রেলিয়া অচেনা এক প্রতিপক্ষ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অচেনা প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাইগাররা সব মিলিয়ে খেলেছে মাত্র চারটি। সব ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে তিন ম্যাচে ইনিংস পরাজয় ছিল। সব শেষ সিরিজটি ছিল ২০০৬ সালে। সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক যুগ পরে টাইগাররা খেলতে নামছে ‘ফেবারিট’ হয়ে! মুশফিকদের চোখে মুখে পুরনো হারের প্রতিশোধের আগুন। এক যুগ আগে টেস্টে বাংলাদেশ ছিল যেমন এক ‘নবজাতক’ আর এখন যুবক। সব শেষ সিরিজে হোমে ইংল্যান্ডের মতো পরাশক্তিকে হারিয়েছে মুশফিকরা। সব শেষ টেস্টে শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের হারিয়ে নিজেদের ১০০তম টেস্ট স্মরণীয় করে রেখেছে বাংলাদেশ। এই দুইটি সিরিজই বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস। তাই তো খেলতে নামার আগেই অস্ট্রেলিয়ার মতো দলকে ২-০ ব্যবধানে হারানোর চিন্তা করছেন টাইগাররা। এর আগে কোচ চন্ডিকা হাতুরাসিংহে বলেছেন, ২-০! সাকিব বলেছেন, ২-০! গতকাল একই কথা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন মুশফিকও। পাশাপাশি ক্রিকেটারদের সতর্ক থাকার কথাও জানিয়েছেন টাইগার দলপতি, ‘শেষ কয়েক বছরে আমরা অনেক ভালো খেলেছি। এজন্য বিশ্ব ক্রিকেটে আমাদের অন্যরকম দেখা যায়। এমন নয় যে কয়েক ম্যাচ জিতেছে বলে। আমাদের অনেক দিন টানা ভালো খেলতে হয়েছে। তবে আরও ভালো করতে হলে এই ধারাটা দুই তিন বছর ধরে রাখতে হবে। মনে রাখতে আমরা এমন একটি দলের সঙ্গে খেলতেছি যারা শেষ পর্যন্ত লড়াই করে। অনেক দল আছে বাজে অবস্থায় থাকলে একটু আগেই ম্যাচ ছেড়ে দেয়। কিন্তু অস্ট্রেলিয়া শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। তাদের সঙ্গে খেলতে হলে সমানে সমান লড়াই করতে হবে।’ অস্ট্রেলিয়া দলের অধিকাংশ ক্রিকেটারই বয়সে তরুণ। তাদের দলেও এমন কোনো ক্রিকেটার নেই যিনি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলেছেন। তাই বাংলাদেশও তাদের অচেনা প্রতিপক্ষ। সেই সঙ্গে টেস্টের জন্য এখানকার কন্ডিশনও অচেনা। তাই বাংলাদেশকে এগিয়ে রেখেই আজ খেলতে নামছেন স্মিথ। গতকাল সংবাদ সম্মেলন অসি দলপতি বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ খুবই ভালো দল। তা ছাড়া সাম্প্রতিক পারফরম্যান্সের জন্যও অনেক বেশি আত্মবিশ্বাসী। আমি মনে করি এই সিরিজটি আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে।’

সর্বশেষ খবর