রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নিষিদ্ধ নিষিদ্ধ খেলা বন্ধ করুন

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ নিষিদ্ধ খেলা বন্ধ করুন

প্রয়াত নায়করাজ রাজ্জাকের স্মরণে গতকাল এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার আয়োজিত স্মরণসভায় তার ছেলে চিত্রনায়ক বাপ্পারাজ বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে বাইরের অনেক লোক ঢুকে গেছে, যারা আমাদের যুদ্ধে নামিয়ে দিয়ে তালি বাজিয়ে নিজেদের ফায়দা লুটতে চায়। আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে আবারও ফেরত পেতে চাই। আমাদের ইন্ডাস্ট্রি এখন ফিল্মের লোকের হাতে নেই, বাইরের  লোকে হাতে। আমার বাবা চলে গেছেন। আসুন, তার অসিলায়, তার সম্মানে আজকে থেকে আমরা এই নিষিদ্ধ নিষিদ্ধ খেলাটা বন্ধ করে দিই। আমরা আমাদের পরিবারের সদস্যদের বুকে নেওয়ার অভ্যাসটা গড়ে তুলি। যদি যুদ্ধ করতেই হয় আমাদের বাইরের কোনো লোকের সঙ্গে যুদ্ধ করব, নিজেদের মধ্যে নয়।’ নিজেরা নিজেদের সম্মান দিতে না পারায় এই অবস্থা হয়েছে মন্তব্য করে বাপ্পারাজ বলেন, ‘আমরা বলি আমরা পরিবার, কিন্তু সদস্যদের শুধু বহিষ্কারই করে দিই। পরিবার কখনো তার সদস্যকে বহিষ্কার করে না, শাসন করে। শাসন করবেন। একসঙ্গে থাকবেন।’

সর্বশেষ খবর