বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

প্রথম রায়ে রানার তিন বছর জেল

৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রথম রায়ে রানার তিন বছর জেল

দুর্নীতির মামলায় সাভারের আলোচিত রানা প্লাজার মালিক সোহেল রানাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েস গতকাল এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও তিন মাস এ মামলায় কারাবাস করতে হবে। সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে ২০১৫ সালের ২ মে দুদক রমনা থানায় মামলাটি দায়ের করে। ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে ওই ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিকের মৃত্যু হয়। পরে রানাকে গ্রেফতার করা হয়। বিভিন্ন অভিযোগে ওই সময় রানার বিরুদ্ধে ছয়টি মামলা হয়, তার মধ্যে এটি প্রথম মামলার রায়।  রানার আইনজীবী ফারুক আহম্মদ বলেন, সাজার তিন বছর থেকে আসামির হাজতবাসকালীন সময় বাদ যাবে বলে রায়ে জানানো হয়েছে। এ মামলায় সোহেল রানাকে গ্রেফতার দেখানো হয়েছিল ২০১৩ সালের ২০ মে। সে অনুযায়ী তার আর নয় মাস সাজা খাটার কথা। তবে এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। মামলার এজহারে বলা হয়, সোহেল রানা, তার স্ত্রী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত স্থাবর, অস্থাবর সম্পদ ও সম্পত্তি, দায়দেনা, উৎস এবং তার অর্জনের বিস্তারিত বিবরণী দাখিলের জন্য ২০১৩ সালের ২২ মে নোটিস দেয় দুদক। ওই সময় রানা কাশিমপুর কারাগারে থাকায় ২০১৫ সালের ১ এপ্রিল আবারও ওই নোটিস কারাগারে পাঠানো হয়। কিন্তু সম্পদ বিবরণীর ফরম পূরণ না করেই রানা তা ফেরত পাঠান। ২০১৫ সালের ৪ এপ্রিল রানা নোটিস গ্রহণ করেন। কিন্তু নোটিসের বিধি অনুযায়ী সাত কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। পরে মামলা হয়। তদন্ত শেষে ২০১৬ সালের ১ আগস্ট রানার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

সর্বশেষ খবর