শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

জাপানকে ডোবাব আমেরিকাকে পুড়ব

প্রতিদিন ডেস্ক

জাপানকে ডোবাব আমেরিকাকে পুড়ব

ষষ্ঠবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষার জেরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে প্রস্তাব গ্রহণ ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক বোমা মেরে ছাই করা ও প্রতিবেশী জাপানকে সমুদ্রে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। কোরিয়া এশিয়া-প্যাসিফিক পিস কমিটির একটি বিবৃতি উদ্ধৃত করে জাপানকে দেওয়া হুমকির বিষয়টি গতকাল প্রচার করে উত্তর কোরিয়ার রাষ্ট্র-পরিচালিত সংবাদ সংস্থা কেসিএনএ। পিয়ংইয়ংয়ের এ হুমকি কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কমিটি উত্তর কোরিয়ার বৈদেশিক সম্পর্ক ও প্রচারের বিষয়টি দেখভাল করে। সংবাদমাধ্যম কেসিএনএতে পরমাণু হামলার পক্ষে সাফাই গেয়ে বলা হয়েছে, জাপানের চারটি বৃহৎ দ্বীপকে (হোক্কাইডো, হোনশু, শিকোকু, কিউশু) পরমাণু অস্ত্রের আঘাতে এবার সমুদ্রে ডুবিয়ে দেওয়া উচিত। পরমাণু অস্ত্রের যে আস্ফাালন উত্তর কোরিয়া দেখাচ্ছে, তার বিরুদ্ধে আন্তর্জাতিক মহল অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া দেওয়া সত্ত্বেও অবস্থানে অনড় পিয়ংইয়ং। সম্প্রতি পশ্চিম প্রশান্ত মহাসাগরে মার্কিন দ্বীপ গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিল কিম জং উনের দেশ। তা নিয়ে উত্তেজনা অনেকটাই বেড়ে গেছে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে। সে উত্তেজনার মধ্যেই জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। এর পরে জাপান তো বটেই, আমেরিকা ও দক্ষিণ কোরিয়াও কঠোরতম সতর্কবার্তা দিয়েছে উত্তর কোরিয়াকে। এ ছাড়া নতুন নিষেধাজ্ঞা জারি করায় উত্তর কোরিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে অন্ধকারে পর্যবসিত করারও হুমকি দেওয়া হয়। আর গতকাল হুমকি দেওয়া হলো জাপানকে। আর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ করায় নিরাপত্তা পরিষদ ভেঙে দেওয়ার আহ্বান জানায় উত্তর কোরিয়া। নিরাপত্তা পরিষদকে ‘শয়তানের হাতিয়ার’ হিসেবে অভিহিত করেছে পিয়ংইয়ং। এদিকে জাপান বলেছে, পরমাণু বোমা মেরে তাদের চারটি দ্বীপকে সমুদ্রে ডুবিয়ে দেওয়ার যে হুমকি উত্তর কোরিয়া দিয়েছে, তা অভাবনীয়। উত্তর কোরিয়ার এ আচরণকে ‘জঘন্য প্ররোচনা’ আখ্যা দিয়েছেন জাপান সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিহিদে সুগা।

সর্বশেষ খবর