শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিকাশের ৩ হাজার এজেন্টের লেনদেন তদন্তের নির্দেশ

প্রতিদিন ডেস্ক

মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের তিন হাজার এজেন্টের ‘অনিয়মিত’ লেনদেন তদন্ত করতে সিআইডিকে অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভংকর সাহা গতকাল এ কথা জানান। তিনি বলেন, ‘বিভিন্ন অনিয়মিত লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিকাশ লিমিটেডের প্রায় তিন হাজার এজেন্ট হিসাবের  বিষয়ে তদন্ত করতে সিআইডিকে অনুরোধ করা হয়েছে।’ খবর বিডিনিউজের। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম বলেন, গতকাল বিকালে বিকাশ লিমিটেডের দুই হাজার ৮৮৭ এজেন্টের ‘অস্বাভাবিক লেনদেন’ তদন্ত করার অনুরোধ সংবলিত একটি প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারা এসব এজেন্টের লেনদেন তদন্ত করে দেখবেন। এ বিষয়ে বিকাশ লিমিটেডের হেড অব করপোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ‘আমরা এখনো বাংলাদেশ ব্যাংক থেকে অফিশিয়াল কোনো নির্দেশনা পায়নি। নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে বাংলাদেশে মোবাইলে আর্থিক লেনদেনের ৭০ শতাংশের মতো হয়ে থাকে। সারা দেশে মোবাইল ব্যাংকিং সেবাদাতা কয়েক লাখ এজেন্টের বড় একটি অংশ বিকাশের। সিআইডির এক কর্মকর্তা বলেন, এই এজেন্টরা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে লেনদেন পরিচালনা করেননি। তা ছাড়া লেনদেনের সময়সূচিও সন্দেহজনক। একই পরিচয়পত্র ব্যবহার করে এজেন্টের একাধিক ব্যক্তিগত হিসাব পরিচালনার নজির পাওয়া গেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

সর্বশেষ খবর