রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রংপুর রাইডার্সে ক্রিস গেইল

ক্রীড়া প্রতিবেদক

রংপুর রাইডার্সে ক্রিস গেইল

ক্রিস গেইল; ক্রিকেট বিশ্বের সবচেয়ে বিস্ফোরক ক্রিকেটার।

শুধু চার ছক্কার জন্য ক্রিকেটপ্রেমীদের কাছে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের একজন এই ক্যারিবীয় হার্ড হিটার। মাঠে যখন নামেন চওড়া ব্যাট হাতে, তখন শুরু হয়ে যায় প্রতিপক্ষ দলের কাঁপুনি। বোলারদের নাভিশ্বাস উঠিয়ে ছাড়েন চার-ছক্কার ফুলঝুড়ি ছুটিয়ে। বিপিএলের পরিচিত মুখ গেইল এবার খেলবেন রংপুর রাইডার্সের পক্ষে। ৩৮ বছর বয়স্ক গেইল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান। ১০৩ টেস্টে ৭২১৪ রান, ২৬৯ ওয়ানডেতে ৯২২১ রান এবং ৫১ টি-২০ তে ১৫৩৭ রান করেছেন। তবে সব মিলিয়ে ৩০৮টি টি-২০ ম্যাচে গেইল রান করেছেন ১০৫৩১। সেঞ্চুরি ১৮টি এবং হাফসেঞ্চুরি ৬৫টি। সর্বোচ্চ ১৭৫* এবং ছক্কা মেরেছেন ৭৬৮টি। স্ট্রাইক রেট ১৪৭.৮৪। এসবই বলে কতটা বিস্ফোরক ব্যাটসম্যান তিনি। গেইলকে টি-২০ ক্রিকেটের আধুনিক ফেরিওয়ালাও বলেন অনেকে। না বলারও কারণ নেই। বিপিএলে এর আগে খেলেছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্স, বরিশাল বুলস ও চিটাগাং ভাইকিংসের পক্ষে। বিশ্ব ঘুরে তিনি খেলেছেন স্ট্যানফোর্ড সুপারস্টার্স, কলকাতা নাইট রাইডার্স, আইসিসি বিশ্ব একাদশ, পশ্চিম অস্ট্রেলিয়া, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সিডনি থান্ডার্স, সমারসেট, ইউবা নেক্সট, জ্যামাইকা তালওয়াহ’স, ডলফিন লায়ন্স, মেলবোর্ন রেনেগেডস, লাহোর কালান্দার্স, করাচি কিংস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ও কেপটাউন রাইডার্সের পক্ষে। ক্রিকেট বিশ্বের আর কোনো ক্রিকেটার এতগুলো দলের পক্ষে খেলেননি। এই হার্ডহিটার ব্যাটসম্যানকে নিয়ে এখন শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারে রংপুর রাইডার্স। দলটিকে নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মর্তুজা। দলটির শিরোপা জয়ের স্বপ্ন বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা করছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।

সর্বশেষ খবর