রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

জোট ভাঙার চেষ্টা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক

জোট ভাঙার চেষ্টা করছে সরকার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ২০-দলীয় জোট ভাঙার চেষ্টা করছে। কিন্তু আমাদের জোট অটুট রয়েছে। জোট ভাঙার এই ষড়যন্ত্র কখনই সফল হবে না। তিনি বলেন, সরকারের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বিএনপিসহ বিরোধী দল। রোহিঙ্গা ইস্যুতে সরকার সম্পূর্ণ ব্যর্থ। একই সঙ্গে আগামী নির্বাচন সামনে রেখে ২০-দলীয় জোটকে নিষ্ক্রিয় করার লক্ষ্যে প্রতিদিনই গুম-খুন অব্যাহত রেখেছে। আর উল্টোভাবে জনগণকে ডাইভার্ট করার জন্য জিয়া পরিবারের বদনাম শুরু করেছে। এ সময় তিনি কল্যাণ পার্টির নিখোঁজ মহাসচিব এম এম আমিনুর রহমানকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তাকে তুলে নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে জোট নেতাদের ভয় দেখানো। গতকাল দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০-দলীয় জোটের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় কল্যাণ পার্টির প্রেসিডেন্ট মেজর জেনারেল সৈয়দ মো. ইবরাহিম (অব.), এলডিপি মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, এনটিপির মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি জোটের এই মুখপাত্র বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার জাতীয় ঐক্য গড়ার পরিবর্তে জাতিকে বিভক্ত করে ফেলেছে। কোনো গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী সরকার হলে সব রাজনৈতিক দলের সঙ্গে বসে জাতীয় ঐক্য তৈরির মাধ্যমে এই সমস্যার সমাধানের উদ্যোগ নিত। তিনি বলেন, রাষ্ট্র যদি এভাবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে আর কী থাকে? এমন নজির পাকিস্তান আমলেও  দেখিনি। এমনকি স্বৈরাচার এরশাদ আমলেও দেখিনি। এটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হচ্ছে। সরকার দেশকে ‘সিকিউরিটি স্টেট’-এ পরিণত করেছে। বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা সংকটের মতো এত বড় একটা সংকট মোকাবিলায় সব রাজনৈতিক দলের সভা করে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। রোহিঙ্গাদের কি যে মানবেতর পরিস্থিতি, অথচ সেখানে সরকার রোহিঙ্গাদের ত্রাণ দিতে বাধা দিল বিএনপিকে। তিনি সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, কেন বাধা দিলেন ত্রাণ দিতে? বিএনপি মহাসচিব আরও বলেন, আমিনুর রহমানসহ যারা গুম হয়েছেন, সবাইকে ফেরত দেওয়া হোক। গুম নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রে যা কিছু ঘটবে তার সব দায় সরকারের। যদি কেউ গুম হয়ে যায়, তাকে খুঁজে দেওয়ার দায়িত্বও সরকারেরই। এভাবে গুম-খুন করে কিছুদিন ক্ষমতায় টিকে থাকা যায়, বেশি দিন থাকা যায় না। গুম-খুনের ঘটনার প্রতিবাদে আপনারা কোনো কর্মসূচি  দেবেন কিনা— এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আজ যে আমরা এখানে সংবাদ সম্মেলন করছি- এটাও তো একটা কর্মসূচি।

সর্বশেষ খবর