শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পায়ুপথে বাতাস দিয়ে ফের হত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

পায়ুপথে বাতাস দিয়ে ফের হত্যা

বগুড়ার কাহালু এবিসি টাইলস কারখানায় গতকাল পায়ুপথে বাতাস ঢুকিয়ে স্কোয়ারিং মেশিনের হেলপার মো. রাসেলকে (২০) হত্যা করেছেন অপর শ্রমিক মো. রুবেল (২৩)। পরে পুলিশ রুবেলকে গ্রেফতার করেছে।

নিহত রাসেল কাহালুর বীরকেদার গ্রামের আবদুল হান্নানের ছেলে। অন্যদিকে ঘাতক রুবেল নওদাপাড়ার জাহাঙ্গীরের ছেলে। জানা গেছে, বীরকেদার ইউনিয়নের ডেপুইল গ্রামে এবিসি টাইলস নামে একটি কারখানায় বাতাস দিয়ে যন্ত্রাংশ পরিস্কারের শ্রমিক হিসেবে কাজ করতেন রাসেল। কারখানায় তারসঙ্গে আরও কয়েকজন কাজ করতেন। গতকাল সকাল ৮টায় রাসেলের নৈশকালীন ডিউটি শেষ হয়। তিনি কারখানা থেকে বের হওয়ার প্রস্তুতি নিলে রাসেল তাকে আটকিয়ে হাওয়া মেশিন পায়ুপথে ঢুকিয়ে বাতাস ছেড়ে দেন। এতে রাসেল জ্ঞান হারিয়ে ফেলেন। পরে কারখানার অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসেল দুপুরে মারা যান। হাসপাতালের উপ-পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী জানান, পায়ুপথে বাতাস ঢোকানোর ফলে রাসেলের লিভার ক্ষতিগ্রস্ত ও পেটের নাড়ীভুঁড়ি ছিড়ে গেছে। সকালে তাকে নিয়ে আসার পর আইসিইউতে ভর্তি করা হয় এবং কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে রাখা হয়েছিল। বেলা ৩টায় সে মারা গেছে। জানা গেছে, রাসেলের পিতার একটি হাত নেই। তার ছোট একটি ভাই ও মা রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম রাসেল। মা আছুমা বেগম জানান, ছেলে রাসেলের আয়ের উপরই তাদের সংসার চলত। কাহালু থানার ওসি নুর-এ আলম সিদ্দিকী জানান, টাইলস কারখানায় বাতাস দেওয়ার মেশিনে রুবেল ও রাসেল হেলপার হিসেবে কাজ করতেন। হাওয়া মেশিন দিয়ে তারা অন্যান্য মেশিন পরিস্কার করতেন। গতকাল সকালে রুবেল রাসেলের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেন। এতে রাসেল অসুস্থ হলে তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত রুবেলকে গ্রেফতার করেছে।

সর্বশেষ খবর