শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
খুঁটিতে বেঁধে হত্যা

প্রধান আসামি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে চুরির অভিযোগে খুঁটিতে বেঁধে কিশোর সাগর হোসেন হত্যার প্রধান আসামি আক্কাস আলীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল ভোরে ভৈরব উপজেলার শম্ভূপুর রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম জানান। গত ২৫ সেপ্টেম্বর গৌরীপুর উপজেলার চরশিরামপুর গ্রামে গাউছিয়া নামের একটি মাছের হ্যাচারির মালিক আক্কাস আলী (৪০) ও তার ছেলে কাইয়ুমসহ চার-পাঁচজন চোর সন্দেহে সাগরকে আটকের পর মারধর করে হত্যা করে। সাগর (১৬) ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকার মোহাম্মদ শিপন মিয়ার ছেলে। এ ঘটনার পরদিন শিপন মিয়া বাদী হয়ে হ্যাচারির মালিক আক্কাস আলী আক্কা, তার ভাই জুয়েল মিয়া, কাইয়ূম, হাসু, সোহেল এবং সাত্তারের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা শরিফুল বলেন, প্রযুক্তি ব্যবহার করে আক্কাসের অবস্থান নিশ্চিত করে র‌্যাব ভৈরব ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আক্কাস হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব কর্মকর্তা জানান। এর আগে মামলায় রিয়াজ উদ্দিন ও ফজলুর রহমান নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর