শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

চীন-রাশিয়াকে সংকট বোঝাতে ব্যর্থ সরকার

----------- রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক

চীন-রাশিয়াকে সংকট বোঝাতে ব্যর্থ সরকার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কূটনৈতিক ব্যর্থতার কারণে রোহিঙ্গা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। চীন- রাশিয়াসহ আন্তর্জাতিক বিশ্বকে সংকট বোঝাতে ব্যর্থ হয়েছে সরকার। তিনি গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে

এ মন্তব্য করেন। তিনি বলেন, এর ফলে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা প্রস্তাব ছাড়াই শেষ হয়েছে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্ক। তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে সারাবিশ্ব সোচ্চার হলেও বর্তমান সরকারের ভূমিকা নতজানু। রোহিঙ্গাদের ওপর নির্বিচারে গণহত্যা, নির্যাতন চালানো হচ্ছে। এমনকি বাংলাদেশে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করলেও জাতিসংঘসহ প্রতিবেশী প্রভাবশালী দেশগুলোকে পাশে নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ সরকার। কারণ একটাই- জনগণের ভোটে নির্বাচিত নয় বলে তাদের কোনো নৈতিক ভিত্তি নেই। লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বশান্তির অগ্রদূত ও বিশ্বমানবতার বাতিঘর’ বলায় গোটা জাতি লজ্জা পেয়েছে। বাংলাদেশের মানুষের জীবনে এখনকার মতো এমন ভয়াবহ দুঃশাসন ও নাজুক পরিস্থিতি আর কখনো আসেনি। ২০টি মানবাধিকার সংগঠনের মোর্চা হিউম্যান রাইটস ফোরামের মতে, গত চার বছরে বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে ৮২৩টি। ঠিক এমন ভয়ানক পরিস্থিতিতে ওবায়দুল কাদেরের এ বক্তব্য চরম হাস্যকর। বিএনপির এই মুখপাত্র আরও বলেন, দেশের অর্থনীতি অত্যন্ত নাজুক। চাল, ডাল, আটাসহ নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। চালের দাম কয়েক টাকা কমেছে বলে মন্ত্রীরা গলা ফাটালেও খুচরা বাজারে দাম কমেনি এক টাকাও। লুটপাটের কারণে দেশের সামগ্রিক অর্থনীতি ভেঙে পড়েছে। কলকারখানা প্রায় বন্ধের উপক্রম। বিদেশি বিনিয়োগ নেই। দেশি বিনিয়োগকারীরাও হাত গুটিয়ে নিয়েছেন। সরকারের ব্যর্থনীতির কারণে বিদেশে শ্রমিক পাঠানো দূরে থাক, লাখ লাখ কর্মক্ষম শ্রমিককে ফেরত পাঠানোর ফলে রেমিট্যান্স প্রবাহে ধস নেমেছে। গ্যাস-বিদ্যুৎ-পানি, ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কারণে জনগণের মধ্যে নাভিশ্বাস অবস্থা বিরাজ করছে। মিথ্যা উন্নয়নের জোয়ারে সারা দেশের সড়ক-মহাসড়ক ও ব্রিজ কালভার্টের বেহাল দশা বিরাজ করছে।

সর্বশেষ খবর