শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ব্যাটিংয়েও চাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

হঠাৎ ইনিংস ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তিন উইকেটে ৪৯৬ রানেই প্রথম ইনিংসের ইতি টানেন। বিকালে পচেফস্ট্রুমের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে ঠাণ্ডা বাতাস। পেসারদের জন্য দারুণ এই আবহকে কাজে লাগাতেই দ্রুত ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১১ ওভারেই বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন কুমার দাসকে আউট করে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ করেন দুই পেসার মরনে মরকেল ও কাগিসো রাবাদা। অধিনায়ক মুশফিককেও দ্রুত আউট করে দেন স্পিনার মাহরাজ। রানের পাহাড় তাড়া করতে নেমে বাংলাদেশ ১৬ রানে প্রথম উইকেট, ৩৬ রানে দ্বিতীয় উইকেট এবং ১০৩ রানে তৃতীয় উইকেট হারিয়ে ফেলে। পচেফস্ট্রুমের উইকেট যেন দুই দলকে দুই রকম বার্তা দিয়েছে। যেখানে ১৪৬ ওভার বোলিং করে বাংলাদেশ ৩ উইকেটের বেশি শিকার করতে পারেনি, সেখানে ২৫ ওভারের মধ্যেই বাংলাদেশের তিন ব্যাটসম্যান আউট। অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানরা নিজেদের উইকেট যদি উপহার দিয়ে দেন তাহলে তো আর করার কিছু নেই। অফ-স্ট্যাম্পের বাইরের বলে অযথাই পুল করতে গিয়ে বোকার মতো আউট হন ইমরুল। ৭ রানেই শেষ তার ইনিংস। কাট করতে গিয়ে ক্যাচ হয়েছেন লিটন। দারুণ শুরু করেও ২৫ রানের বেশি করতে পারেননি। তৃতীয় উইকেটে অধিনায়ক মুশফিক ও ভরসার প্রতীক মুমিনুল হক মিলে জুটি করে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু ৪৪ রান করার পর যেন ধৈর্য হারিয়ে ফেললেন টাইগার দলপতি। দু-দুবার নতুন জীবন পেয়েও হাফ সেঞ্চুরি করতে পারেননি টাইগার দলপতি। দিন শেষে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১২৭ রান। এখনো দক্ষিণ আফ্রিকার চেয়ে ৩৬৯ রানে পিছিয়ে মুশফিকরা। তামিম ২২ রানে এবং মমিনুল ২৮ রানে অপরাজিত। স্পিন-পেসের সমন্বয়ে বাংলাদেশকে প্রোটিয়া বোলাররা দিশাহারা করে দিলেও দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে কোনো আঁচড় কাটতে পারেনি বাংলাদেশের বোলিং আক্রমণ। প্রোটিয়ারা দাপটের সঙ্গে খেলেই ইনিংস ঘোষণা করে। দক্ষিণ আফ্রিকার পতন ঘটা তিন উইকেটের মধ্যে একটি ছিল আবার রানআউট। তবে কাল প্রোটিয়া ওপেনার ডিন এলগারকে ডাবল সেঞ্চুরি হওয়ার আগেই ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। আগের দিন মাত্র ৩ রানের জন্য অভিষেক টেস্টে সেঞ্চুরি করতে পারেননি ওপেনার এইডেন মার্করাম। আরেক ওপেনার এলগার কাল মাত্র ১ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করতে পারেননি। এ হতাশার কারণেই কিনা ফিল্ডিং করতে নেমে প্রথম স্লিপে মুশফিকের দু-দুটি সহজ ক্যাচ ফেলে দিয়েছেন এলগার। দুই প্রোটিয়া ব্যাটসম্যানকে আফসোসের আগুনে পুড়িয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বলার মতো সাফল্য বলতে এতটুকুই।

সর্বশেষ খবর