মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

জাসদ কি বিভ্রান্তির রাজনীতিতে ছিল

আজ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের  ৪৫তম প্রতিষষ্ঠাবার্ষিকী। ১৯৭২ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না জাসদের। ১৯৭২ থেকে ৭৫ পর্যন্ত বঙ্গবন্ধুর কঠোর বিরোধিতাকারী সংগঠনটি বারবার বিভক্তির মুখে পড়ে। এখন কোনো রকম টিকে আছে বিভিন্ন খণ্ডে বিখণ্ডে। কেউ সরকার সমর্থক কেউ আবার সরকারবিরোধী। অথচ  ৬০ এর দশক থেকে শুরু করে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর সিপাহসালার হিসেবে এই জাসদের নেতারাই ভূমিকা পালন করেছিলেন। জাসদের প্রথম বিভক্তি ১৯৭৯ সালে তত্কালীন ডাকসুর ভিপি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে। তারপর জাসদ বাসদ বারবার ভাঙছে আর গড়ছে। কেন এই অবস্থা? বিশেষজ্ঞদের মতামত তুলে ধরেছেন মাহমুদ আজহার

সর্বশেষ খবর