মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ফের রিমান্ডে জামায়াতের আমির মকবুল আহমাদ

আদালত প্রতিবেদক

রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদকে তিন দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত তিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামির আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর মতিঝিল এলাকায় নাশকতার অভিযোগে এ মামলা করে পুলিশ। এদিকে রমনা থানার আরেক নাশকতার ৩৭(১২)১২ নম্বর মামলায় জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদকে গ্রেফতার দেখিয়ে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। তবে শুনানির জন্য এখনো দিন ধার্য করা হয়নি। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মীর আবদুল মোতালেব গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ আবেদন করেন।

সর্বশেষ খবর