মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেড়েছে নয় দশমিক ৪৬ শতাংশ। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০১৭ সালের তৃতীয় ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) প্রতিবেদন উপস্থাপন করে এ তথ্য জানানো হয়। এ ছাড়া বৈঠকে জেল-জরিমানার বিধান রেখে বালাইনাশক আইন ২০১৭ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয়টি মন্ত্রিসভা বৈঠকে ৮০টি সিদ্ধান্ত হয়। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৫৯টির, ২১টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৩ দশমিক ৭৫ শতাংশ। গত বছরের একই সময়ে মন্ত্রিসভার আটটি বৈঠক হয়েছে। ওই সময়ে সিদ্ধান্ত হয় ৫৬টি, যার মধ্যে বাস্তবায়িত হয়েছে ৩৬টি। আর ২০টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। বাস্তবায়নের হার ছিল ৬৪ দশমিক ২৯ শতাংশ। তিনি বলেন, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে সাতটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে। আর সংসদে পাস হয়েছে ছয়টি আইন। গত বছর একই সময়ে ২০১৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছিল চারটি। ওই সময়ে সংসদে ১০টি আইন পাস হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বালাইনাশক আইনটি ১৯৭১ সালের অধ্যাদেশ আকারে জারি করা হয়, যা পরিমার্জন করে বাংলায় অনুবাদ করা হয়েছে। প্রস্তাবিত আইনের খসড়ায় ইঁদুরের উপদ্রবসহ নানা ধরনের রোগ সংযুক্ত করা হয়েছে। কেউ যদি বালাইনাশকের বিজ্ঞাপন ভুলভাবে উপস্থাপন করে তবে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। একই অপরাধ দ্বিতীয়বার করলে জরিমানা হবে দুই লাখ, অনাদায়ে দুই বছরের কারাদণ্ড।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন বাস্তবায়নের জন্য একজন পরিদর্শক থাকবেন। তাকে কাজে বাধা দিলে ৭৫ হাজার থেকে এক লাখ টাকা জরিমানা এবং সর্বনিম্ন এক বছর ও সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। পরিদর্শকের লিখিত অনুমতি ছাড়া কেউ মামলা করতে পারবে না। বালাইনাশকের দাম সরকার প্রজ্ঞাপন আকারে জারি করবে। গায়ে লেখা দামে বিক্রি করা যাবে না। তবে মামলার বিষয় নিষ্পত্তির জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবে সরকার।

 

সর্বশেষ খবর