শিরোনাম
মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

পেশাদার লিগ নিশ্চিত করল বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

দল বদলের দিন বসুন্ধরা কিংসের ফুটবলাররা একটাই কথা বলেছিলেন, লক্ষ্য আমাদের পেশাদার লিগ খেলা। কথা রেখেছেন তারা। চ্যাম্পিয়নশিপ লিগে প্রথমবারের মতো অংশ নিয়ে ঘরোয়া ফুটবলে সেরা আসর পেশাদার লিগে উঠে গেল বসুন্ধরা কিংস। আগামী মৌসুমে নতুন দল হিসেবে এই লিগে অভিষেক ঘটবে তাদের। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বসুন্ধরা কিংস ১-০ গোলে পুলিশকে পরাজিত করে। এই জয়ই প্রিমিয়ারে খেলা নিশ্চিত হয়ে যায়। সর্বোচ্চ ২৯ পয়েন্ট নিয়ে মাঠে নামে বসুন্ধরা কিংস। গতকাল দিনের প্রথম ম্যাচে নফেল ড্র করে ভিক্টোরিয়ার বিপক্ষে। এর ফলে ড্র করলেও পেশাদারে যাওয়া নিশ্চিত ছিল বসুন্ধরা কিংসের। হারলে আবার অপেক্ষায় থাকতে হতো। গতকালকের জয়ে ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট হওয়ায় পেশাদার লিগ খেলতে আর কোনো বাধা নেই বসুন্ধরার। এখন শুধু অপেক্ষা চ্যাম্পিয়নের। বাকি আছে দুটি ম্যাচ। একটি জিতলেই চ্যাম্পিয়ন হয়ে পেশাদার লিগে খেলবে বসুন্ধরা কিংস। গতকালকের প্রতিপক্ষ ছিল পুলিশ। যথেষ্ট শক্তিশালী ক্লাব। তাই সতর্ক হয়ে মাঠে নামে বসুন্ধরা কিংস। শুরু থেকেই আক্রমণ আর আক্রমণে ভেঙে পড়ে পুলিশের রক্ষণভাগ। সহজ সহজ সুযোগ নষ্ট করায় গোলের দেখা পাচ্ছিল না। মাঝেমধ্যে পুলিশ আক্রমণ চালিয়েছে। কিন্তু রক্ষণভাগের দৃঢ়তার কারণে জালে বল পাঠানো সম্ভব হয়নি। অবশেষে উৎসবে মেতে ওঠে বসুন্ধরা শিবির। ২৬ মিনিটে অভিজ্ঞতা কাজে লাগিয়ে রোকনুজ্জামান কাঞ্চন গোল করে বসুন্ধরা কিংসকে এগিয়ে রাখেন। কাঞ্চন যেন এবার চ্যাম্পিয়নশিপ লিগে কিং। এক সময় দেশ কাঁপানো ফুটবলার। ২০০৩ সালে বাংলাদেশ সাফ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল কাঞ্চনের। খেলেছেন আবাহনী, মোহামেডান ও মুক্তিযোদ্ধার মতো বড় দলে। বয়স হয়েছে তাতে কি চ্যাম্পিয়নশিপ লিগে বসুন্ধরা কিংসের নেতৃত্ব পেয়ে রীতিমতো ম্যাজিক প্রদর্শন করেছেন। ৯ গোল দিয়ে লিগে সর্বোচ্চ গোলদাতা হতে চলেছেন। কাল তারই দেওয়া গোলে পেশাদার লিগ নিশ্চিত করল বসুন্ধরা কিংস।

সর্বশেষ খবর