মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গাদের জন্য মায়াকান্না করছেন খালেদা : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া দুই মাস পর দেশে এসে রোহিঙ্গাদের জন্য মায়াকান্না করছেন। রোহিঙ্গাদের জন্য তার মন থেকে টান থাকলে এত দিন লন্ডনে বসে থাকতেন না। তার গাড়িবহরের কারণে ঢাকা-চট্টগ্রাম রুটে অচলাবস্থা তৈরি হয়েছে।  এ কয়েক দিনে কম করে হলেও সাত দিনের জন্য ত্রাণ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে।

গতকাল বিকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ কার্যালয়েএক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। চট্টগ্রামের ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘট বিষয়ে রাজধানীর বিআরটিএ কার্যালয়ে বৈঠকে বসেন মন্ত্রী। সেখান থেকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত আসে। ওবায়দুল কাদের বলেন, আমরা একদিনে ২০ হাজার রোহিঙ্গার জন্য ত্রাণের ব্যবস্থা করেছিলাম। সেখানে বেগম জিয়া মাত্র ১০ হাজার লোককে ত্রাণ দিয়েছেন। শ্রমিক-মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, আইনি জটিলতা নিরসন করে সহজ পদ্ধতিতে আমরা ড্রাইভারদের লাইসেন্স প্রদান করব। এ ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়রের সঙ্গে আমি ১০ হাজার টাকা কর প্রত্যাহারের ব্যাপারে কথা বলব। কাদের বলেন, হাইওয়েতে চাঁদাবাজি কীভাবে বন্ধ করা যায় এ ব্যাপারে আমি রবিবারের বৈঠকে হাইওয়ে ঢাকা ও চট্টগ্রাম ডিআইজির সঙ্গে কথা বলব। এ ছাড়াও কাভার্ডভ্যানের জন্য আলাদা টার্মিনালের বিষয়ে আমি নৌমন্ত্রীর সঙ্গে কথা বলে দেখব।

সর্বশেষ খবর