মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ঝাঁজ কমছে না পিয়াজের

বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক মনিটরিং টিম মাঠে

রুকনুজ্জামান অঞ্জন

ঝাঁজ কমছে না পিয়াজের

এক মাস আগে কেজিপ্রতি পিয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা। গত সপ্তাহে তা বেড়ে ৫০ টাকা কেজি হয়ে যায়। সাত দিনের ব্যবধানে গতকাল পণ্যটি বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮৫ টাকা কেজি দরে।

নিত্যপণ্য পিয়াজের এই ঝাঁজ কমাতে গতকাল বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে : সারা দেশে পণ্যটির মজুদদারি ঠেকাতে জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি দেওয়া হবে। জেলা পর্যায়ে গঠিত মনিটরিং টিম নিয়ে ডিসিরা যেখানে মজুদদারির খবর পাবেন, সেখানেই অভিযান চালাবেন। এছাড়া রাজধানী ঢাকার পাইকারি ও খুচরা বাজারগুলোতে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন বাজার মনিটরিং টিমও অভিযান জোরদার করবে। দ্রব্যমূল্য সংক্রান্ত এই বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামিমা ইয়াসমিন, এনডিসি। গতকালের বৈঠকের বিষয়টি নিশ্চিত করে এই কর্মকর্তা জানান, আমরা পিয়াজের মজুদ পরিস্থিতি, দাম বাড়ার কারণসহ, আমদানি পরিস্থিতি খতিয়ে দেখেছি। যেহেতু পিয়াজ আমদানির উৎস দেশ ভারত। সেখানে দাম বেড়েছে, সে কারণে স্থানীয়ভাবেও পণ্যটির দাম বেড়েছে। মূলত এই মৌসুমে অতি বৃষ্টির কারণে পিয়াজ উৎপাদন কিছুটা কমেছে। এছাড়া ডিসেম্বরে আগাম জাতের যে পিয়াজ উৎপাদন হয়, সেটিও বিলম্বিত হবে বলে ধারণা করা হচ্ছে। এসব বিষয় পণ্যটির দাম বাড়ার পেছনে ভূমিকা রাখছে উল্লেখ করেন ওই কর্মকর্তা। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের এলসি প্রতিবেদনে পিয়াজ আমদানির চিত্র স্বাভাবিক দেখা গেছে। এছাড়া পিয়াজ আমদানিতে কোনো শুল্কও নেই। বৈঠকে উপস্থিত আরেক কর্মকর্তা বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা. কামরুন্নাহার বলেন, রাজধানীতে পিয়াজসহ নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন মনিটরিং টিমগুলোকে মাঠে নামানো হয়েছে। এছাড়া সারা দেশে পিয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। আমরা এ বিষয়ে একটি নথি ওপরে পাঠাচ্ছি। সেখান থেকে অনুমোদন হয়ে এলেই ডিসিদের চিঠি পাঠানো শুরু হবে বলে জানান এই কর্মকর্তা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর