মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

মাদক ঠেকাতে আইজিপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

মাদক ঠেকাতে আইজিপির নির্দেশনা

মাদকের বিস্তার ও মাদক দ্রব্যের অপব্যবহার রোধে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা এবং তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার জন্যও পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ প্রধান। গতকাল পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে ‘পুলিশ হেডকোয়ার্টার্স কোয়াটারলি কনফারেন্সে’ সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কনফারেন্স শেষে প্রথমবারের মতো পুলিশের সব ইউনিটের প্রধানদের সঙ্গে ২০১৭-২০১৮ অর্থ বছরের কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর করেন আইজিপি। সভায় সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনগণ ও পুলিশের মধ্যে সুসম্পর্ক তৈরির লক্ষ্যে গত ২৮ অক্টোবর দেশব্যাপী কমিউনিটি পুলিশিং ডে পালনের জন্য আইজিপি সব পর্যায়ের পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান আইজিপি। নারী ও শিশু নির্যাতন মামলা অধিকতর গুরুত্বসহ তদন্তের নির্দেশ দেন। তিনি থানায় নারী ও শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং প্রতিটি থানায় শিশু অধিকার সেল গঠনের জন্য একটি আলাদা কক্ষ তৈরি করার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।

সর্বশেষ খবর