রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন

রাশেদুর রহমান

বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন

চ্যাম্পিয়নশিপ লিগে শিরোপা জয়ের পর বাঁধভাঙা উল্লাসে মাতেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা —জয়ীতা রায়

ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট বাকি। স্কোরলাইন ১-১ সমান্তরালে। বসুন্ধরা কিংসের অধিনায়ক কাঞ্চনের নামে রব উঠেছে গ্যালারিতে। ‘কাঞ্চন, কাঞ্চন’ ধ্বনি যেন তাঁতিয়ে দিল তাকে। দুর্দান্ত     এক গোল করলেন তিনি। জয়োল্লাসে মেতে উঠল বসুন্ধরা কিংসের ফুটবলাররা। সঙ্গে যোগ দিল গ্যালারির হাজার হাজার ভক্ত। মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে গতকাল কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংস পিছিয়ে পরেও ২-১ গোলে অগ্রণী ব্যাংককে হারিয়ে দেয়। এর ফলে প্রথমবারের মতো খেলতে এসেই এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বসুন্ধরা কিংস। ম্যাচ শেষে অধিনায়ক কাঞ্চনকে কাঁধে নিয়ে ভিক্টরি ল্যাপে অংশ নেয় বসুন্ধরা কিংসের ফুটবলাররা। মাঠে ততক্ষণে শোভা পেতে থাকে ‘কংগ্রাচুলেশনস বসুন্ধরা কিংস’ বিশাল ব্যানার। নিচের দিকটায় লেখা ‘চ্যাম্পিয়ন’। আগেই নিশ্চিত হয়েছিল প্রিমিয়ার লিগের টিকিট। বাকি ছিল কেবল চ্যাম্পিয়নের তকমা। গতকাল সেটাও অর্জন করে নিল বসুন্ধরা কিংস। ম্যাচটা জয়ের জন্যই যেন খেলতে নেমেছিলেন কাঞ্চনরা। এ কারণেই ম্যাচের শুরু থেকে আক্রমণের পর আক্রমণে পর্যুদস্ত করে তোলেন প্রতিপক্ষ অগ্রণী ব্যাংককে। কিন্তু গোলের দেখা মিলছিল না। প্রথমার্ধে অন্তত তিনটা দারুণ সুযোগ মিস করেন আরিফ হোসেন। অবশ্য মাঝেমধ্যে প্রতি আক্রমণে যাচ্ছিল অগ্রণী ব্যাংকও। প্রথমার্ধে গোলশূন্যই শেষ হয়। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই দুই দল মরিয়া হয়ে উঠে গোলের জন্য। ম্যাচের ৪৭তম মিনিটে দারুণ একটা সুযোগ মিস করেন আরিফ হোসেন। এরপর সানোয়ার হোসেনও ছিলেন মিসের তালিকায়। ম্যাচের ৬৩তম মিনিটে অগ্রণী ব্যাংকের আমির হাকিম বাপ্পি দুর্দান্ত এক গোল করেন। বসুন্ধরা কিংসের দুজন ডিফেন্ডার আর গোলরক্ষকে বোকা বানিয়ে তার করা গোলটি স্তব্ধ করে দেয় ভক্তদের। অবশ্য ৬৮ মিনিটেই গোল করে দলকে সমতায় ফেরান অধিনায়ক কাঞ্চন। ডি বক্সের বাম প্রান্ত থেকে বাদশার করা ফ্রি কিক থেকে বল পেয়ে দারুণ এক গোল করেন কাঞ্চন। ৮২ মিনিটে আবারও ‘বুড়ো’ কাঞ্চনের ঝলক দেখতে পায় ভক্তরা। মুহূর্তেই জয়োল্লাসে মেতে উঠে বসুন্ধরা কিংস। এ জয়ে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট সংগ্রহ করেছেন কাঞ্চনরা। দারুণ একটা মৌসুম কাটিয়ে শিরোপা ঘরে তোলার পর বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমাদের টার্গেট ছিল চ্যাম্পিয়ন হওয়া। আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তবে আমাদের যাত্রা এখানেই থেমে থাকবে না। আমরা তৃণমূল পর্যায়ে ফুটবল নিয়ে কাজ করব। নিজস্ব ফুটবল একাডেমি করারও পরিকল্পনা আছে।’ তিনি চ্যাম্পিয়নশিপ লিগ জেতার সব কৃতিত্ব দেন ফুটবলারদের। তিনি বলেন, ‘ওরাই এই সফলতাটা এনে দিয়েছে।’ বসুন্ধরা কিংসের অধিনায়ক রোকনুজ্জামান কাঞ্চন আবেগপ্রবণ হয়ে বলেন, ‘আমার ক্যারিয়ার প্রায় শেষ হতে যাচ্ছিল। বসুন্ধরা আমাকে অফর দিলে আমি তা লুফে নিই। আমি এখানে নিজের যোগ্যতা প্রমাণ করতে পেরেছি।’ তিনি সতীর্থদেরও ভূয়সী প্রশংসা করেন। চ্যাম্পিয়নশিপ লিগে সর্বোচ্চ ১১টি গোল করা কাঞ্চন বলেন, ‘সবাই ভালো খেলেছে বলেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’ ক্লাবের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ ফুটবলারদের ধন্যবাদ দিয়ে বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল আমরা চ্যাম্পিয়ন হব। খেলোয়াড়রা যোগ্যতার প্রমাণ দিয়ে আমাদের ট্রফি উপহার দিয়েছে।’

সর্বশেষ খবর