রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
জমজমাট বিপিএল

প্রথম ম্যাচেই হারল চ্যাম্পিয়ন ঢাকা

আসিফ ইকবাল, সিলেট থেকে

প্রথম ম্যাচেই চমক। বিপিএলের পঞ্চম আসরের প্রথম ম্যাচেই অঘটন! টুর্নামেন্টের অন্যতম হেভিওয়েট দল ঢাকা ডায়নামাইটসকে আসরের উদ্বোধনী ম্যাচে হারের তিক্ত স্বাদ দিল প্রথমবারের মতো খেলতে নামা সিলেট সিক্সার্স। দুই বিদেশি উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচারের দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেট সিক্সার্স ৯ উইকেটের পর্বতসমান জয় তুলে ইতিহাসের সাক্ষী হয়ে রইলো। বিপিএলের আরেক ফেবারিট ও হেভিওয়েট দল রংপুর রাইডার্স এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিপক্ষ রাজশাহী কিংসকে চিড়ে চিপ্টে ফেলেছে। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে নাজমুল ইসলাম, সোহাগ গাজী, ল্যাসিথ মালিঙ্গারা দুর্দান্ত বোলিং করে রাজশাহীকে বেঁধে ফেলেছে ১৫৪ রানে। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের কর্ণধার সিলেটে সন্ধ্যায় ম্যাচটি উপভোগ করেন। সৌন্দর্যের ক্যানভাসে সবুজ কালিতে আঁকা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ তো বটেই, এশিয়ার অন্যতম সুন্দর ও নয়নাভিরাম স্টেডিয়ামে গতকাল ফ্লাডলাইটের আলোয় দিনের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে মাশরাফির নেতৃত্বে রংপুর রাইডার্স। টস জিতে ড্যারেন স্যামির রাজশাহী কিংসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রংপুরের মাশরাফি। রাতের আলোয় কুয়াশাকে কাজে লাগাতে নিজেই বোলিংয়ে আসেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুইংয়ে প্রতিপক্ষ রাজশাহীর ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ছাড়েন। দুই স্পেলে বোলিং করে ৪ ওভারে ১৮ রানের খরচে তুলে নেন প্রতিপক্ষের সবচেয়ে সফল ব্যাটসম্যান রনি তালুকদারের উইকেট। তবে সফল ছিলেন দুই স্পিনার নাজমুল ইসলাম ও সোহাগ গাজী। সোহাগ প্রথম ওভারেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সাজঘরে ফেরত পাঠান ওপেন করতে নামা মুমিনুল হক সৌরভকে। অপু সাজঘরে ফেরত পাঠান ইংলিশ ক্রিকেটার লুক রাইট ও টাইগার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে। আশ্চর্য হলেও সত্যি, দুজনেরই স্কোর সমান ১১! এর আগে দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটের নিয়ন্ত্রিত বোলিংয়ে ঢাকা ডায়নামাইটসের সংগ্রহ ছিল ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬। সিলেট সেটা টপকে যায় ১৬.৫ ওভারে ওপেনার আন্দে  ফ্লেচারের উইকেট হারিয়ে। ফ্লেচার ৬৩ রানে সাজঘরে ফিরলেও ম্যাচ সেরা ক্রিকেটার উপুল থারাঙ্গা অপরাজিত ছিলেন ৬৯ রানে।

 

সর্বশেষ খবর