রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে রিভিউ এ মাসেই

নিজস্ব প্রতিবেদক

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে রিভিউ এ মাসেই

আনিসুল হক

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন এ মাসেই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রিভিউ আবেদনে আপিল বিভাগের দেওয়া পুরো রায় নিয়েই প্রশ্ন তোলা হবে বলে তিনি জানান। গতকাল সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে তার কার্যালয়ে এ রায়সংক্রান্ত এক বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকের পর আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা বসেছিলাম গ্রাউন্ডগুলো নিয়ে আলাপ-আলোচনা করার জন্য। আমরা গ্রাউন্ডগুলো ফাইনালাইজ (চূড়ান্ত) করেছি। এখন দাখিল করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এ মাসের মধ্যেই রিভিউ পিটিশন দাখিল করা হবে। রিভিউ করব, তার মানে পুরো রায়কেই প্রশ্ন করছি। বৈঠকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, একরামুল হক টুটুল, অমিত তালুকদার, বিশ্বজিৎ দেবনাথ, খন্দকার দিলীরুজ্জামান, মাসুদ হাসান চৌধুরী ও সরদার রাশেদ জাহাঙ্গীর এবং সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ উপস্থিত ছিলেন। ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায়ের সার্টিফায়েড কপি পাওয়া গেছে বলে ১১ অক্টোবর জানায় রাষ্ট্রপক্ষ। আইন অনুযায়ী পূর্ণাঙ্গ রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে রিভিউ আবেদন করার বাধ্যবাধকতা রয়েছে। ৩ জুলাই ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পর ১ আগস্ট রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করে সুপ্রিম কোর্ট।

সর্বশেষ খবর