রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আমরা জানি ভোটে আসবে বিএনপি

ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে আসবে, সেটা আমরা জানি। যে কোনো পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে আসবে। নির্বাচনে না এলে তাদের পরিণতি মুসলিম লীগের মতো সংকুচিত হবে। তিনি গতকাল দুপুরে আনোয়ারায় আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণ সভায় এ কথা বলেন। তিনি ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার জন্য বিএনপিকে দায়ী করে বলেন, বিশ্বমিডিয়ায় দেখানোর জন্য পরিকল্পিতভাবে বিএনপি ফেনীতে সাংবাদিকদের ওপর হামলা করেছে। উল্লেখ্য, আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণ সভা ছাড়াও গত সপ্তাহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চট্টগ্রাম-কক্সবাজার সফর ঘিরে দক্ষিণ চট্টগ্রামের পথে পথে বিএনপির শোডাউনের পর গতকাল শোডাউন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ সময় মহাসড়কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের পথসভায় বক্তব্য দেন ওবায়দুল কাদের। চন্দনাইশ, কেরানীহাট, আমিরাবাদ, চকরিয়াসহ বেশ কয়েকটি স্থানে এ পথসভা অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় নেতাদের আগমন জেনে শত শত নেতা-কর্মী রাস্তার পাশে অপেক্ষমাণ ছিলেন। আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে বশরুজ্জামান উচ্চবিদ্যালয়ের মাঠে দলের প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভায় ওবায়দুল কাদের ছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ওবায়দুল কাদের খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে আওয়ামী লীগকে দায়ী করা সম্পর্কে বলেন, আওয়ামী লীগ যদি হামলা করে তাহলে সাংবাদিকদের ওপর করবে কেন? ?আর এমন একটি হামলা হলো, যেখানে বিএনপির একজন নেতা-কর্মীও আহত হলো না। আসলে বিএনপি সাংবাদিকদের ওপর হামলা করেছে নিউজ বড় হওয়ার জন্য। তিনি বলেন, খালেদা জিয়া বিমানে না গিয়ে কক্সবাজার ও চট্টগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সড়কপথে গেছেন।

 

সর্বশেষ খবর