সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিএনপি ইতিবাচক রাজনীতিতে ফিরলে স্বাগত : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যদি ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসে তাহলে আমরা তাদের স্বাগত জানাব। গতকাল বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বিএনপির সমাবেশে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তিনি তার বক্তব্য প্রসঙ্গে বলেন, খালেদা জিয়ার বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হা?সিনার প্র?তি অন্ধ আক্রোশের নগ্ন ব?হিঃপ্রকাশ। আওয়ামী লীগ সবসময় ইতিবাচক রাজনীতির ধারায় রয়েছে। ‘শেখ হাসিনার বর্তমান সরকারের অধীনে নয়, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন করতে হবে’ খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার ওই সময় শুধু নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে নির্বাচন করতে সহায়তা করবে। খালেদা ইভিএম পদ্ধতি চান না, কারণ এটা একটি অত্যাধুনিক প্রযুক্তি। তিনি চান ২০০১-এর মতো মেকানাইজড নির্বাচন। খালেদা জিয়ার দাবি অনুযায়ী নির্বাচনকালীন সময়ে কোনো সেনাবাহিনী মোতায়েন করা হবে না। তারা নির্বাচনের সময় শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

খালেদা জিয়া শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন— প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নেত্রী ক্ষমার নাটক করছেন। আর এর উজ্জ্বল উদাহরণ ২১ আগস্ট গ্রেনেড হামলা। তিনি এখন যে মামলায় জর্জরিত তা তারই নিয়োগ করা লোকেরা (ফখরুদ্দীন, মইনউদ্দিন) দিয়েছেন। বিএনপির আমলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের নির্যাতিত হওয়া সম্পর্কে তিনি বলেন, খালেদার হাতে একুশ হাজার নেতা-কর্মীর ক্ষতের দাগ রয়েছে। জুলুম তিনি করেছেন, অথচ তিনি আজও জাতির কাছে ক্ষমা চাননি। এ ছাড়া ‘সরকারের বিরুদ্ধে কথা বললে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়’ খালেদা জিয়ার এ বক্তব্যের বিষয়ে তিনি বলেন, তিনি (খালেদা) প্রধান বিচারপতির উদাহরণ দিয়েছেন। এটা হাস্যকর। বাংলাদেশ থেকে কেউ গিয়ে তাকে পদত্যাগ করায়নি। এস কে সিনহা নিজের ইচ্ছায় পদত্যাগ করেছেন। এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল প্রমুখ।

সর্বশেষ খবর