সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

দ্বিতীয় জয় খুলনার

ক্রীড়া প্রতিবেদক

দলে তারকা ক্রিকেটার নেই বললেই চলে। তারপরও দারুণ খেলছে রূপসা পাড়ের দল খুলনা টাইটানস। বিপিএলের পঞ্চম আসরে খুলনায় তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদই। আরিফুল হক, আবু জায়েদ রাহিরা ঘরোয়া ক্রিকেটপ্রেমীদের পরিচিত মুখ। বিদেশি তারকা ক্রিকেটারও নেই। এমন একটি দল নিয়ে বেশ ভালোভাবে এগিয়ে চলছে দলটি। তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়েছে। সিলেটের পর ঢাকায় দলটি গতকাল প্রথম ম্যাচ খেলল এবং ১৮ রানের জয় তুলে হারের স্বাদ দিয়েছে চিটাগং ভাইকিংসকে। খুলনাকে আসরে দ্বিতীয় জয় উপহার দিয়েছেন দুই স্থানীয় ক্রিকেটার আরিফুল ও রাহি। খুলনা প্রথম ম্যাচে ৬৫ রানে হেরেছিল ঢাকা ডায়নামাইটসের কাছে এবং দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হারিয়েছিল সিলেট সিক্সার্সকে। খুলনা প্রথমে ব্যাট করে আরিফুলের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৭০ রান করে। আরিফুল মাত্র ২৫ বলে ৪০ রানের বিধ্বংসী ব্যাটিং করেন ১ চার ও ৪ ছক্কায়। অবশ্য ৪০ রান করেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও। ৩৩ বলের ইনিংসটিতে ছিল ২ চার ও ২ ছক্কা। শেষ দিকে আরিফুলকে সঙ্গ দেন ১৪ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩০ রানের ইনিংস খেলে কার্লোস ব্রেথওয়েইট। টি-২০ বিশ্বকাপে ব্রেথওয়েইট টানা চার ছক্কা মেরেছিলেন ইংল্যান্ডের বে স্টোকসকে। ১৭১ রানের টার্গেটে রাহি ঝড়ে পড়ে লণ্ডভণ্ড হয়ে যায় চিটাগং। ইনিংসের প্রথম ওভারেই লুক রনচি ও সৌম্য সরকারকে সাজঘরে ফেরত পাঠিয়ে দলের জয়ের ভিত গড়ে দেন। শুরুর ধাক্কা শেষ পর্যন্ত আর সামলাতে পারেনি চিটাগং। ২০ ওভার শেষে দলটির সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৫২। রাহি ৪ ওভারের স্পেলে ৩৫ রানে খরচে নেন ৪ উইকেট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর