সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্প বললেন, পুতিন অপমান বোধ করেছেন

প্রতিদিন ডেস্ক

ট্রাম্প বললেন, পুতিন অপমান বোধ করেছেন

গত মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ছিল। এই অভিযোগ গত এক বছর ধরে চললেও বিষয়টির কোনো ফলাফল এখনো নির্ধারণ হয়নি। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতি অনুগতর সুরে বললেন, তার (পুতিন) বিরুদ্ধে এই অভিযোগ আনায় তিনি অপমান বোধ করছেন। ভিয়েতনামের দানাংয়ে এপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে অপমান বোধ করেছেন ভ্লাদিমির পুতিন। ট্রাম্প বলেছেন, ‘আপনারা অনেকবার জিজ্ঞাসা করতে পারেন তিনি নিশ্চয়তা দিয়ে বলেছেন, আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করেননি তিনি।’ সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্পকে এগিয়ে রাখতে রাশিয়া প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনসহ ডেমোক্র্যাটিক পার্টির বেশ কয়েক নেতার ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে বলে অভিযোগ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। তবে ই-মেইল হ্যাকিংয়ের দাবিটি শুরু থেকেই অস্বীকার করছেন  ট্রাম্প ও পুতিন। দানাংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যতবার আমাকে তিনি দেখেছেন, তিনি বলেছেন, ‘আমি ওই কাজ (হ্যাকিং) করিনি।’ আর আমি তা বিশ্বাস করি। সত্যিই বিশ্বাস করি। তিনি যখন আমাকে এটা বলেছেন, অবশ্যই এর কিছু মানে আছে।’ মার্কিন ‘চিরশত্রু’ রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি সহানুভূতি দেখিয়ে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, তার (পুতিন) বিরুদ্ধে বার বার অভিযোগ আনায় অপমানিত হয়েছেন তিনি।’

সর্বশেষ খবর