বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নওয়াজ শরিফের বিচার শুরু

প্রতিদিন ডেস্ক

নওয়াজ শরিফের বিচার শুরু

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার পরিবারের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল আদালতে দুজন সাক্ষীর সাক্ষ্যও নেওয়া হয়। দ্য ডনের খবরে বলা হয়েছে, বিচার শুরু হওয়ার পর জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি) কর্তৃপক্ষ আদালতে নওয়াজ ও তার পরিবারের অপরাধের সপক্ষে দুজন সাক্ষী হাজির করে। এই দুজন হলেন পাকিস্তানের সিকিউরিটিজ ও  এক্সচেঞ্জ কমিশনের জয়েন্ট রেজিস্ট্রার সিদরা মনসুর ও কেন্দ্রীয় রাজস্ব বোর্ডের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের প্রতিনিধি জাহাঙ্গীর আহমদ। এদিকে মামলার শুনানিতে অংশ নেওয়া থেকে অব্যাহতি চেয়ে নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজের করা আবেদন শর্তসাপেক্ষে গ্রহণ করেছে আদালত। ২৭ নভেম্বর পর্যন্ত আদালত নওয়াজ শরিফকে শুনানিতে হাজির হওয়া থেকে অব্যাহতি দিয়েছে। অন্যদিকে তার মেয়ে মরিয়মকে এক মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর