শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

মহিলা আওয়ামী লীগকে উঠান বৈঠকের নির্দেশ কাদেরের

নিজস্ব প্রতিবেদক

মহিলা আওয়ামী লীগকে উঠান বৈঠকের নির্দেশ কাদেরের

মহিলা আওয়ামী লীগকে পাড়া-মহল্লায় উঠান বৈঠক করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিজয় অর্জনে মহিলারাই হবে প্রধান হাতিয়ার। সে লক্ষ্য সামনে রেখে এখন থেকেই কাজ করতে হবে।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়ায়      মহিলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ। হাতে সময় কম। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কথা জনগণের কাছে তুলে ধরতে হবে। শেখ হাসিনার জন্যই মহিলারা আজ দেশে বিচারপতি, সচিব, জেলা প্রশাসকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করছেন। এটি অন্য কোনো সরকারের সময় ছিল না। মোবাইল ফোন প্রত্যন্ত অঞ্চলে মানুষের হাতে পৌঁছে গেছে। এটিও এ সরকারের অবদান।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নাগরিক কমিটির উদ্যোগে ১৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে। এটি কোনো রাজনৈতিক সমাবেশ নয়। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়ায় একটি আনন্দ সমাবেশ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, লালবাগে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে ব্যাপারে তাত্ক্ষণিক ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হয়েছে। আওয়ামী লীগে শুধু আদর্শিক কর্মী নয়, কিছু পরগাছাও আছে। এ ঘটনা তদন্ত করে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাফিয়া খাতুনের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মহিলাবিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেসা ইন্দিরা, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা বেগম, মহানগর উত্তরের সভাপতি সাহিদা তারেখ দীপ্তি প্রমুখ।

সর্বশেষ খবর