রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

স্থায়ী ক্যাম্পাসে না গেলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক


স্থায়ী ক্যাম্পাসে না গেলে ব্যবস্থা

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আইন না মানা বেসরকারি বিশ্ববিদ্যালয় বেশি দিন চলতে পারবে না। স্থায়ী ক্যাম্পাসে না গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার সমাবর্তনে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। নাহিদ আরও বলেন, বিশ্ববিদ্যালয় চালাতে হলে ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে জনকল্যাণ, সেবার মনোভাব ও শিক্ষায় অবদান রাখার দৃষ্টিভঙ্গি থাকতে হবে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। এভাবে তারা বেশি দিন চলতে পারবে না।  যে সব বিশ্ববিদ্যালয় পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা নিজস্ব ক্যাম্পাসে এখনো যায়নি এবং আউটার ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়া আর কোনো পথ খোলা নেই। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক টিভির চিফ অপারেটিং অফিসার আবদুন নূর তুষার।

ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. এম মুহিত, উপাচার্য অধ্যাপক ড. এম এ ওয়াদুদ মণ্ডলসহ অন্যরা এতে বক্তব্য দেন।

 

 

সর্বশেষ খবর