রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

সম্মানিত হয়েছে ইউনেস্কো

নিজস্ব প্রতিবেদক

সম্মানিত হয়েছে ইউনেস্কো

লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধু শুনলে হবে না,  ভিতর থেকে অনুভব করতে হবে। তা না হলে কেউ দেশের প্রকৃত নাগরিক হতে পারবে না। তিনি গতকাল দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক কমিটি আয়োজিত নাগরিক সমাবেশে এ কথা বলেন। একাত্তরের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণকে ইউনেস্কো কর্তক স্বীকৃতি দেওয়ায় এ সমাবেশের আয়োজন করা হয়। এতে ড. জাফর ইকবাল আরও বলেন, আমরা সৌভাগ্যবান যে, বঙ্গবন্ধু এ দেশে জন্মগ্রহণ করেছিলেন। তার দেশের মানুষ আমরা। আমাদের সবাইকে বঙ্গবন্ধুর ভাষণ নিজের কানে শুনতে হবে। এ ভাষণ যারা অনুভব করেনি তারা বাংলাদেশের নাগরিক হতে পারে না। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে এমন ভাষণ আর একটিও নেই। অনেক বড় বড় ভাষণ শুনেছি, বক্তাদের সামনে লিখিত কাগজ থাকত। কিন্তু বঙ্গবন্ধু আবেগ, ভালোবাসা দিয়ে এ ভাষণ দিয়েছেন। এ ভাষণ একটি কাব্য, ইতিহাসের দলিল।  ‘৭ই মার্চের ভাষণকে সম্মানিত করে ইউনেস্কো সম্মানিত হয়েছে’ উল্লেখ করে ড. জাফর ইকবাল বলেন, বঙ্গবন্ধুর ভাষণকে সম্মানিত করে ইউনেস্কো বঙ্গবন্ধু ও বাংলাদেশকে সম্মানিত করেছে। সেই সঙ্গে ইউনেস্কো নিজেও সম্মানিত হয়েছে। তারা গর্বের সঙ্গে দাবি করতে পারবে, তাদের ভাণ্ডারেও বিশ্বের সেরা ভাষণ রয়েছে। জাফর ইকবাল বলেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। তিনি (বঙ্গবন্ধু) স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, সব বাঙালিকে একত্রিত করেছিলেন। তাই আমরা স্বাধীনতা পেয়েছি। ফিদেল কাস্ত্রো বঙ্গবন্ধুকে দেখে বলেছিলেন- আমি হিমালয় দেখেনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি। এই নেতাকে বহুবার মারার চেষ্টা করেও শত্রুরা মারতে পারেনি। কিন্তু বঙ্গবন্ধুকে আমরা বাঁচিয়ে রাখতে পারিনি। এ দুঃখ আমরা কোথায় রাখেব। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ড. জাফর ইকবাল উল্লেখ করেন, বঙ্গবন্ধু বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা আমাদের বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়। এখন তার স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। লেখককে তার কলম দিয়ে, শিল্পীকে তার কণ্ঠ দিয়ে, অঙ্কন শিল্পীকে তার ছবি দিয়ে সুন্দর দেশ গড়ে তুলতে হবে।

 

সর্বশেষ খবর