রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নির্বাচনে বিজয়ী হতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : খালেদা

নিজস্ব প্রতিবেদক

দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের অভ্যন্তরীণ সব বিশৃঙ্খলা দূর করার আহ্বান জানিয়ে বলেছেন, সবার আগে দল ঠিক করুন। অতি দ্রুত সব ভেদাভেদ ও গ্রুপিং নিরসন করতে হবে। অন্যথায় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আমাদের সব কার্যক্রম এখন আগামী জাতীয় নির্বাচনকেন্দ্রিক। আর সে নির্বাচনে জয়লাভ করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলকে সুসংগঠিত করতে হবে। আর বক্তৃতা-বিবৃতির ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। সবাইকে একই সুরে কথা বলতে হবে। বিচ্ছিন্নভাবে কেউ কোনো কথা বলা যাবে না। আগামী দিনে কর্মসূচি দেওয়া হবে। সেগুলো যথাযথভাবে পালন করতে হবে। তার আগে দলকে উপযোগী করে প্রস্তুত করতে হবে।’ গত রাতে তিনি তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করছিলেন। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে। জানা গেছে, রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টানা দুই ঘণ্টার এ বৈঠকে প্রথমে তিনি উপস্থিত ভাইস চেয়ারম্যানদের কাছ থেকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ দলের সাংগঠনিক অবস্থা সম্পর্কে বক্তব্য শোনেন। এ সময় উপস্থিত ২৬ জন ভাইস চেয়ারম্যানের মধ্যে ১২ জন বক্তৃতা করেন। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, মেজর হাফিজউদ্দিন আহমদ (অব.), চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইনাম আহমেদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, বরকত উল্লা বুলু, মোহাম্মদ শাহজাহান, আহমদ আজম খান, ব্যারিস্টার শাহজাহান ওমর, ডা. এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আবদুল মান্নান, অধ্যাপক আবদুল মান্নান, মীর মো. নাছির উদ্দিন, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী (অব.), মেজর জেনারেল মাহমুদুল হাসান (অব.), ব্যারিস্টার আমিরুল হক, গিয়াস কাদের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন সরকারের উদ্দেশে বলেন, সংসদ ভেঙে দিয়ে ৯০ দিনের মধ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নইলে গণআন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে। সময়মতো নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সহায়ক সরকারের রূপরেখা দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

খালেদা জিয়া বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। এজন্য তারা বিচার বিভাগসহ সবকিছু ধ্বংস করে দিয়ে জুলুমের রাজত্ব কায়েম করেছে। প্রধান বিচারপতিকে প্রাণনাশের হুমকি দিয়ে পদত্যাগপত্র পাঠাতে বাধ্য করেছে। তা ছাড়া অতি সম্প্রতি রাজধানীতে বিএনপির সমাবেশে মানুষের ঢল দেখে সরকার রীতিমতো নার্ভাস হয়ে পড়েছে। তারা বুঝতে পেরেছে যে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিলে আর ক্ষমতায় আসতে পারবে না। শোচনীয় পরাজয় হবে তাদের। এজন্য সরকার নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়। কিন্তু ক্ষমতাসীন সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। আন্দোলনের মাধ্যমে হলেও নিরপেক্ষ সরকাররের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায় করতে হবে। আর সেজন্য দরকার সংগঠনকে শক্তিশালী করা। দলীয় নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘জেলায় জেলায় সৃষ্ট গ্রুপিংসহ অভ্যন্তরীণ কোন্দল অতি শিগগির দূর করে দলকে নির্বাচন ও আন্দোলনের জন্য প্রস্তুত করুন। মনে রাখবেন, আমাদের প্রধান লক্ষ্যই হলো আগামী নির্বাচন।’

সর্বশেষ খবর