সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ক্ষতিপূরণ ৪ কোটি ৬১ লাখ টাকা

সড়ক দুর্ঘটনায় নিহত তারেক মাসুদের পরিবারকে দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ক্ষতিপূরণ ৪ কোটি ৬১ লাখ টাকা

সড়ক দুর্ঘটনায় নিহত চিত্রপরিচালক তারেক মাসুদের পরিবারকে চার কোটি ৬১ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এ বিষয়ে দায়ের করা ক্ষতিপূরণ মামলার শুনানি শেষে গতকাল বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ক্ষতিপূরণ হিসেবে আদালতের আদেশে তারেক মাসুদের পরিবার মোট চার কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা পাবে। এর মধ্যে দায়ী গাড়ির চালক দেবেন ৩০ লাখ, ইন্স্যুরেন্স কোম্পানি ৮০ হাজার ও বাকি টাকা তিন বাস মালিক সমান হারে প্রদান করবেন। তিন মাসের মধ্যে এ টাকা দিতে হবে। ২৯ ও ৩০ নভেম্বর এবং গতকাল রায় দেয় আদালত। আদালতে তারেক মাসুদের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কামাল হোসেন ও ব্যারিস্টার সারা হোসেন। চুয়াডাঙ্গা বাস মালিকের পক্ষে ছিলেন আইনজীবী আবদুস সোবহান তরফদার এবং  রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে ছিলেন আইনজীবী ইমরান এ সিদ্দিকী ও এহসান এ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইসরাত জাহান। এ ছাড়া উপস্থিত ছিলেন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ। গত বছরের ১৩ মার্চ হাই কোর্টে এ মামলার শুনানি শুরু হয়। তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ মোট ৭ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৪৫২ টাকা আর্থিক ক্ষতির দাবি করেন। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার  জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান চিত্রপরিচালক তারেক মাসুদ এবং সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন। দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি নিহতদের পরিবারের সদস্যরা মানিকগঞ্জে মোটরযান অর্ডিনেন্সে ১২৮ ধারায় বাস মালিক, চালক ও ইন্স্যুরেন্স  কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে দুটি মোকদ্দমা করেন। এরপর সংবিধানের ১১০ অনুচ্ছেদ অনুসারে মোকদ্দমা দুটি জনস্বার্থে হাই কোর্টে বদলির নির্দেশনা চেয়ে আবেদন করা হয়। ক্ষতিপূরণ চেয়ে করা ওই দুটি মোকদ্দমা সংবিধানের ১১০ অনুচ্ছেদের আলোকে হাই কোর্টে বদলির জন্য বাদী পক্ষের করা আবেদন মঞ্জুর করে ২০১৪ সালের ২৯ অক্টোবর হাই কোর্ট রায় দেয়। পরে বিচারপতি জিনাত আরার  নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চে মামলা দুটি শুনানির জন্য আসে। এর মধ্যে তারেক মাসুদের মামলার রায় হলো। মিশুক মুনীরের পরিবারের মামলার শুনানি মুলতবি রয়েছে।

সর্বশেষ খবর