সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ফ্লিনের সাক্ষ্যে ফ্যাসাদে ট্রাম্প

ফ্লিনের সাক্ষ্যে ফ্যাসাদে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সঙ্গে ট্রাম্প শিবিরের আঁতাত নিয়ে ফ্যাসাদে পড়তে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ, ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তিনি এর আগে এ নিয়ে এফবিআইকে মিথ্যা বলেছিলেন। বলেছিলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে শেষ পর্যন্ত গত শুক্রবার ওয়াশিংটনের আদালতে দোষ স্বীকার করেছেন। পাশাপাশি রাশিয়াবিষয়ক তদন্ত কমিটির প্রধান মুলারকে এ বিষয়ে সহযোগিতা দেওয়ারও প্রতিশ্রুতি দেন। ফ্লিনের এই স্বীকারোক্তি মার্কিন প্রেসিডেন্টকে ‘সমস্যায়’ ফেলতে পারে এমন জল্পনা-কল্পনার মধ্যেই শনিবার ট্রাম্প বিষয়টি নিয়ে টুইট করেন। তিনি বলেন, ‘ফ্লিন কেবল ভাইস প্রেসিডেন্টই নন, এফবিআইকেও মিথ্যা তথ্য দিয়েছিলেন। এ জন্য আমি তাকে বরখাস্ত করেছিলাম।’ টুইটের ওই বার্তায় তিনি আরও বলেন, এফবিআইকে মিথ্যা বলার বিষয়টি তার বরখাস্ত হওয়ার অন্যতম কারণ।  এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর