সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সেই রক্তদান ঐক্যের বড় অধ্যায়

পিরোজপুর প্রতিনিধি

সেই রক্তদান ঐক্যের বড় অধ্যায়

বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, একাত্তরে বঙ্গবন্ধুর উত্সাহে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সৈনিকদের রক্তদান দুই দেশের ঐক্যের একটি বড় অধ্যায়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় বাংলাদেশ-ভারত সম্পর্কের যে বীজ বপিত হয়েছে, বর্তমান সরকারের সময় তা আরও উচ্চমাত্রায় পৌঁছেছে। হর্ষবর্ধন শ্রিংলা গতকাল দুুপুরে ভারত সরকারের অর্থায়নে পিরোজপুরের ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ প্রাঙ্গণে ভাণ্ডারিয়া পৌরসভায় সুপেয় পানি প্রকল্পের কাজের উদ্বোধন শেষে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ভারত সব সময় বাংলাদেশের সুখে-দুঃখে পাশে থাকবে। হাইকমিশনার বলেন, গত পাঁচ বছরে ভারত সরকার বাংলাদেশে ১১০ কোটি টাকা ব্যয়ে ২৪টি প্রকল্পের নির্মাণকাজ শেষ করেছে। বর্তমানে ১,১০০ কোটি টাকার ৫৯টি প্রকল্প চলমান রয়েছে, যা ২০১৮ সালে শেষ হবে। জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি নবনীতা চৌধুরী, পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন আক্তার সুমী।

সর্বশেষ খবর