বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

৩০০ আসনে প্রার্থী দেবে যুক্তফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

৩০০ আসনে প্রার্থী  দেবে যুক্তফ্রন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে নতুন রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট। সে লক্ষ্যে খুব অল্প সময়ের মধ্যেই জেলা ও বিভাগীয় সমাবেশ করবেন জোট নেতারা। দেশব্যাপী কর্মিসভা করে জোটের পক্ষে জনমত গঠন করতে চান তারা। এসব সমাবেশ ও কর্মিসভার মাধ্যমে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় ও বিএনপি   নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বাইরে তৃতীয় জোট হিসেবে জঙ্গি-সন্ত্রাসবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে থাকবে যুক্তফ্রন্ট। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পর জোটের কর্মসূচি চূড়ান্ত করা হবে।  গত সোমবার রাতে উত্তরায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় অনুষ্ঠিত বৈঠকে বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি-রব), কৃষক শ্রমিক জনতা লীগ ও নাগরিক ঐক্যের সমন্বয়ে এ জোট গঠন হয়। জোটের চেয়ারম্যান করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে। যুক্তফ্রন্ট সূত্রমতে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুই জোটের বাইরে একটি পৃথক জোট গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে এই জোট আত্মপ্রকাশ করে। এই জোটের মাধ্যমে শুধু নির্বাচনই নয়, গণতন্ত্রকে আরও সুসংহত করা, জঙ্গি-সন্ত্রাসবিরোধী জনসচেতনতা সৃষ্টিসহ গণমানুষের কথা বলতে চান জোটের নেতারা। সে লক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পর দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে চূড়ান্ত করা হবে জোটের কর্মসূচি। তবে প্রাথমিকভাবে একাদশ সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন, জোটের পক্ষে জনমত গঠন করার কর্মসূচি গ্রহণ করা হবে। সোমবার রাতে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে সংগঠনের চেয়ারম্যান বি. চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, নির্বাচন নিশ্চিতকরণ ও নানা সংকট সমাধানের লক্ষ্যে নতুন জোট গঠিত হয়েছে। জোটের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দুই জোটের বাইরে তৃতীয় একটি জোট দেশবাসীর চাওয়া ছিল। সে লক্ষ্যেই আমরা যুক্তফ্রন্ট করেছি। আমরা এখনো কর্মসূচি চূড়ান্ত করিনি। মহান বিজয় দিবসের পর আমরা বৈঠক করে কর্মসূচি চূড়ান্ত করব।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেবেন কিনা-এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, ‘নির্বাচনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে। সে লক্ষ্য নিয়ে আমরা জেলা-বিভাগীয় সমাবেশ করব। আশা করছি, ৩০০ আসনে প্রার্থী দিতে সক্ষম হব।’

এ প্রসঙ্গে জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের টার্গেট আছে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার। জোটের এখনো কোনো কর্মসূচি চূড়ান্ত করিনি। আগামী বৈঠকে সব কর্মসূচি চূড়ান্ত করা হবে।

সর্বশেষ খবর