বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

আইনে ৫৭ ধারার মতো শর্ত নয়

নিজস্ব প্রতিবেদক

আইনে ৫৭ ধারার মতো শর্ত নয়

আইনে ৫৭ ধারার মতো কোনো শর্ত না দেওয়ার অনুরোধ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। ডিজিটাল নিরাপত্তা আইনে ৫৭ ধারার মতো কোনো ধারা লিপিবদ্ধ থাকবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে আইন ও সালিস কেন্দ্র আয়োজিত মানবাধিকারবিষয়ক এক সংলাপে এসব বলেন কাজী রিয়াজুল হক। সংলাপে সভাপতিত্ব করেন আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা। কাজী রিয়াজুল হক বলেন, সাংবাদিকরা হয়রানির শিকার হন, এমন কোনো ধারা কোনো আইনেই সংযোজন করা ঠিক নয়। সাংবাদিকরা যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন সেই পরিস্থিতি রাখতে হবে। আইনের সীমাবদ্ধতার কারণে জাতীয় মানবাধিকার কমিশন ঠিকভাবে কাজ করতে পারছে না। যথেষ্ট লোকবল না থাকা সত্ত্বেও কমিশন মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্ত ও প্রতিবেদন জমা দিচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর