বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

তরুণরাই পারে দেশকে দুর্নীতিমুক্ত করতে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

তরুণরাই পারে দেশকে দুর্নীতিমুক্ত করতে

দুর্নীতিবিরোধী শপথের বাণী সবার কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, তরুণরাই পারে দেশকে দুর্নীতিমুক্ত করে গড়ে তুলতে।

কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল সকালে টিআইবির দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় সুলতানা কামাল সমাজের সর্বস্তর থেকে দুর্নীতি প্রতিরোধ করতে তিন শতাধিক তরুণ-তরুণীকে শপথবাক্য পাঠ করান। সুলতানা কামাল বলেন, ‘আমরা আজ শপথ গ্রহণ করে নিজেরা এই অঙ্গীকার করব যে, আমরা দুর্নীতি দমনে যথাসাধ্য চেষ্টা করব। দুর্নীতি আমরা করব না, দুর্নীতি আমরা মানব না।’ তিনি আরও বলেন, ‘যখন বলা হয় বাংলাদেশ দুর্নীতিতে প্রথম তখন এর দায় আমাদের সবার ওপরই পড়ে। বাংলাদেশ দুর্নীতি করছে না। দুর্নীতি করছে এ দেশের মানুষ। তাই আমাদের নৈতিক দায়িত্ব এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো। এজন্য তরুণদের এগিয়ে আসতে হবে।’ এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশ সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে, তারা দুর্নীতিবিরোধী দিবসটি সরকারিভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করব, সরকার রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন ঘটানোর মাধ্যমে তা বাস্তবায়ন করবে। যারা দুর্নীতি করে তাদের আইনের আওতায় আনতে হবে। দুর্নীতি করে পার পেয়ে গেলে দুর্নীতি আরও বেড়ে যায়। তাই এদিকে সরকারের সজাগ দৃষ্টি রাখতে হবে।’

সর্বশেষ খবর